বিশ্বকে ‘একতা’র শক্তি প্রদর্শন করবে বেইজিং অলিম্পিক: সিআরআই সম্পাদকীয়
2022-01-05 16:00:35


জানুয়ারি ৫: আর মাত্র একমাস পর পর্দা উঠবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের। তাই গোটা বিশ্ব তাকিয়ে আছে বেইজিংয়ের দিকে। সবাই একটি সফল ক্রীড়া পুনর্মিলনের প্রত্যাশা করছে। পাশাপাশি, বৈশ্বিক ঐক্য জোরদারের আশাও করছেন সবাই। কারণ মহামারীর মুখে মানবজাতির জন্য ঐক্য খুবই জরুরি হয়ে পড়েছে। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস হবে অলিম্পিক মটোতে ‘একসঙ্গে’ শব্দটি অন্তর্ভুক্ত করার পর আয়োজিত প্রথম শীতকালীন অলিম্পিক গেমস। এ সময়ে বিশ্ব একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। করোনা মহামারীর ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে বিতর্ক অব্যাহতভাবে চলছে। এবারের অলিম্পিক নিয়ে কেউ কেউ রাজনীতি করার অপচেষ্টাও করছে। এমন প্রেক্ষাপটে সব সংকট মোকাবিলা করে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন বিভিন্ন দেশের জনগণের বন্ধুত্ব জোরদার করবে, বিশ্ববাসীর সমস্যা সমাধানে আত্নবিশ্বাস উন্নত করবে এবং ‘একসঙ্গে’ কাজ করার অলিম্পিক চেতনাকে আরো প্রচার করবে। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সমাজে একতা ও সহযোগিতার বাতাস আরো জুরে বয়তে শুরু করেছে। খেলাধুলা নিয়ে রাজনীতি করার বিরোধিতার স্বর দিন দিন জোরদার হচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ সম্প্রতি এক সাময়িকীতে লেখা এক প্রবন্ধে লিখেছেন, আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। এতে শান্তি, বন্ধুত্ব এবং একতার চেতনার আলোকে বিশ্ববাসীর একতা জোরদার হবে। নবর্বষের শুভেচ্ছা ভাষণে তিনি জোর দিয়ে বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন স্পষ্ট। তিনি বলেন, “অলিম্পিক গেমসকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখতে হবে”। এই চেতনাকে সম্মান করলে আমরা গোটা বিশ্বের একতা জোরদার করার মিশন সম্পন্ন করতে পারব।  


মার্কিন আলপাইন স্কিয়ার এবং দুবার শীতকালীন অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী মাইকেল শিফরিন বলেন, “শীতকালীন অলিম্পিক গেমস শুধু মাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি বিশ্বে একতার চেতনা প্রচার করে। আমরা বিশ্বের ঐক্য জোরদার করে খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বের উন্নয়ন করব এবং উপলব্ধি করব।”

একাধিক দেশের প্রধান ও খেলোয়াড়গণ একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। তাঁরা প্রত্যাশা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাফল্যের সাথে আয়োজন গোটা বিশ্বের একতা জোরদার করবে।


বিশ্বের প্রথম গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিক গেমসের আয়োজক শহর হিসেবে বেইজিং এখন প্রস্তত রয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ সর্বশেষ পর্যায়ে প্রবেশ করেছে। একমাস পর, একটি মহা ক্রীড়া পুনর্মিলনের মাধ্যমে বেইজিং বিশ্বকে অলিম্পিক চেতনা প্রদর্শন করবে এবং মহামারীকে পরাজিত করায় বিশ্বকে উতসাহিত করবে। 


বিশ্ব চীনের কাছে যা প্রত্যাশা করছে, তা নিয়ে চীন এখন প্রস্তত রয়েছে। একতা হচ্ছে শক্তি! একযোগে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব!


চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ