‘পরী’
2022-01-04 11:58:27

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী স্যিয়ে ইউ স্যিন’র পরিচয় করবো এবং তাঁর গান শোনাবো। তাঁর আসল নাম লিউ স্যিয়াও মেই। তিনি ১৯৭৪ সালের ৮ মার্চে আনহুই প্রদেশের হ্যেফেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী ও কন্ঠশিল্পী। ১৯৯৬ সালে তিনি বেইজিংয়ে এসে সংগীত কাজ শুরু করেন। একই বছরে তিনি নিজের প্রথম সংগীত রেকর্ড করেছেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘পরী’ শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘পরী’ শীর্ষক গান। ১৯৯৮ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামটি ইউননান প্রদেশের একটি সংগীত প্রতিযোগিতার সবচেয়ে চালিকাশক্তিশালী পুরস্কার লাভ করেছেন। ১৯৯৯ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন।  ২০০৫ সালে তাঁর কন্ঠে গান চায়না মোবাইলের দশটি শ্রেষ্ঠ গানের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কে’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘কে’ শীর্ষক গান। একই বছরে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে তিনি নিজের সংগীত সংগ্রহ করে একটি অ্যালবাম প্রকাশ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উপরে তাকানো’ শীর্ষক গান। গানটি ২০০ সালে রিলিজ হয়। গানটি তখন একটি খুবই জনপ্রিয় টিভি সিরিজের থিম সং। স্যিয়ে ইউ স্যিনও টিভি সিরিজে অভিনয় করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘উপরে তাকানো’ শীর্ষক গান। ১৯৯৩ সালে স্যিয়ে ইউ স্যিন আনহুই প্রদেশের স্থানীয় আঞ্চলিক অপেরা বিদ্যালয় থেকে স্নাতক হন। এরপর তিনি বিয়ে করেছেন। তবে পাঁচ বছরের পর তিনি বিবাহবিচ্ছেদ হয়েছেন। তারপর তিনি বেইজিংয়ে এসে সংগীত কাজ উন্নয়ন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দূরত্বের দিকে তাকানো’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘দূরত্বের দিকে তাকানো’ শীর্ষক গান। বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘দূরত্বের দিকে তাকানো’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসা শেষ পর্যন্ত বহন করো’ শীর্ষক গান। গানটিতে বলা হয়, আমাদের থাকার সময় খুবই ছোট। অন্যরা বলেন, পারস্পরিক ভালবাসা অনেক কঠিন। তবে আমরা কম সময়ে গভীরভাবে পারস্পরিকভাবে ভালবেসেছি। আমার নমে শুধু তুমি। আমাকের ভালবাসা সোজা এবং সহজ। ভালোবাসা শেষ পর্যন্ত বহন করো। চলুন, বন্ধুরা, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যিয়ে ইউ স্যিন’র কন্ঠে ‘ভালোবাসা শেষ পর্যন্ত বহন করো’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ফুল সড়ক’ শীর্ষক গান। আমার ভালবাসার জন্য অপেক্ষা করো। আমার ভালবাসা কখনো পরিবর্তন হবে না। যখন তোমার ক্লান্তি লাগে, তখন আমি তোমার কাছে থাকবো। আমাদের ভালবাসা পরিবর্তন হবে না। দশ বছর, বিশ বছর, আমার ভালবাসা পরিবর্তন হবে না। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)