‘তোমাকে ভালোবাসার মেঘ’
2022-01-04 14:35:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চেং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের বিখ্যাত কণ্ঠশিল্পী, গীতিকার। তিনি এখন সিছুয়ান কনজাভোটারি অব মিউজিকের একজন শিক্ষক।

 

২০০২ সালে ওয়াং চেং লিয়াং সিছুয়ান কনজাভেটারি অব মিউজিক থেকে স্নাতক  হন; এরপর তিনি সিছুয়ান কনজাভোটারি অব মিউজিকে শিক্ষকের চাকরি পান।

২০০৫ সালে ওয়াং চেং লিয়াং দেশের ‘পাব কণ্ঠশিল্পী প্রতিযোগিতায়’ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। একই বছর ২৬ সেপ্টেম্বর তিনি তার বন্ধু কণ্ঠশিল্পী চাং লিয়াং ইং-এর কনসার্টে গান পরিবেশন করেন।

 

২০০৭ সালে ওয়াং চেং লিয়াং ‘সুপার বয়’ নামক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দশ জনের তালিকায় স্থান পান।  প্রতিযোগিতার পর তিনি নিজের প্রথম গান ‘কাঠের পাখা’ প্রকাশ করেন।

 

২০০৯ সালের ৩১ ডিসেম্বর তিনি চীনের হুনান টেলিভিশনের নববর্ষের সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন এবং গান পরিবেশন করেন।

২০০৮ সালের ৪ জুন চীনের সিছুয়ান প্রদেশের ভয়াবহ ভূমিকম্পের পর ওয়াং চেং লিয়াং ‘ভালোবাসা মানে জন্মস্থান’ নামের গান রচনা করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চেং লিয়াং-এর কণ্ঠে ‘তোমাকে ভালোবাসার মেঘ’। গানের কথায় বলা হয়: আকাশ এত স্বচ্ছ, কারণ বৃষ্টি থেমে গেছে। কারণ বাতাসে স্নেহ আছে, তাই আমি তোমাকে মিস করছি। কারণ আমি তোমাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি, তাই তুমি আর সন্দেহ করো না। সত্যি তোমাকে ভালোবাসলে আমার আর কোনো চাহিদা নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং চেং লিয়াং-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘চিঠি দেখে যেন আমাকে দেখেছো’। গানের কথাগুলো এমন: বলার দরকার নেই বোঝার প্রয়োজনও নেই। এক স্বপ্নের মুহূর্তে হাজার মাইল পার হয়েছি। যাত্রা এত লম্বা, গান দিয়ে তোমাকে বিদায় জানাই। আশা করি, আমাদের চিঠি দেখে তুমি আমাকে দেখতে পারবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চেং লিয়াং-এর গান ‘তারা ও চাঁদ’। গানের কথাগুলো এমন: তুমি তারা, স্বপ্নে পরেছো। একবার ভালোবাসলে কখনও ভুলে যাওয়া যায় না। চাঁদ ও তারা, মুখোমুখি হয় হাজার বছর, এত কষ্ট হলেও ভালোবাসা কোনো কিছুর ভয় পায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চেং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)