প্রসঙ্গ: সুন্দর চীন যৌথভাবে পৃথিবীর জীবনের অভিন্ন কমিউনিটি গঠনে আরও বেশি বুদ্ধি ও শক্তি যোগাবে
2022-01-03 17:04:37

জানুয়ারি ৩: ২০২১ সালে চীন সক্রিয়ভাবে ‘সবুজ উন্নয়ন’ জোরদার করেছে, ‘সবুজ সহযোগিতা’ জোরদার করেছে, ‘সবুজ পুনরুদ্ধারে’ সহায়তা দিয়েছে। চীন অব্যাহতভাবে বিশ্বের প্রাকৃতিক পরিবেশ পরিচালনায় চীনের প্রস্তাব এবং চীনের বুদ্ধি যোগ করেছে। সেই সঙ্গে বিশ্বের প্রাকৃতিক সভ্যতা নির্মাণে চীন আরও বেশি আস্থা ও চালিকাশক্তি যুগিয়েছে। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

২০২১ সালে চীনের ইয়ুননান প্রদেশে উত্তর দিকে স্থানান্তর হওয়া এশিয়ান হাতির দল বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। দশ/বারোটি এশিয়ান হাতি আসলে ইয়ুননান প্রদেশের সিসুয়াংবাননা তাই জাতির স্বায়ত্তশাসিত এলাকায় বাস করত। তবে তারা বন থেকে বের হয়ে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ যাত্রা করেছে। পথে তাদের ওপর গুরুত্বসহ নজর রাখে স্থানীয় জনগণ।

 

সর্বাত্মক অবস্থায় হাতি ও আশেপাশে জনগণের প্রাণের নিরাপত্তা রক্ষার জন্য ইয়ুননান প্রদেশ ব্যাপক চেষ্টা চালিয়েছে, স্থানীয় জনগণ ও শিল্প প্রতিষ্ঠানও অনেক সহায়তা দিয়েছে। ইয়ুননান প্রদেশ ২৫ হাজার পুলিশ ও কর্মী নিয়োগ দিয়েছে, ৯৩৭টি ড্রোন ব্যবহার করেছে, হাতির জন্য ১৮০টন খাবার সরবরাহ করেছে।

 

১৭ মাস, ১৩০০ কিলোমিটার বুনো এশিয়ান হাতির নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এতে কোনো মানুষ হতাহত হয় নি। এটা হল ভালোবাসা ও সহনশীলতার একটি গল্প, যা চীনা মানুষ ও প্রকৃতির সহাবস্থানের সুষম অবস্থা বর্ণনা করেছে।

গেল বছর চীন কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে খুন মিং শহরে ‘জীববৈচিত্র কনভেনশন’ স্বাক্ষরকারী দেশের ১৫তম সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে ‘খুন মিং ঘোষণা’ প্রকাশিত হয়েছে, বিভিন্ন পক্ষকে যৌথভাবে পৃথিবীর প্রাণের অভিন্ন কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

 

এবার সম্মেলনের সফল আয়োজন জীববৈচিত্র্য রক্ষায় চীনের দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটায়। সম্মেলনে চীন ঘোষণা করেছে যে, চীন সবার আগে ১.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়ে কুন মিং জীববৈচিত্র্য রক্ষা তহবিল স্থাপন করবে, উন্নয়নশীল দেশের জীববৈচিত্র্য রক্ষার কাজে সমর্থন দেবে।

চীনের উত্থাপিত মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান, অর্থনীতি ও পরিবেশের যৌথ উন্নয়ন, বিশ্বের বিভিন্ন দেশ যৌথভাবে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের চীন কার্যালয়ের শীর্ষপ্রতিনিধি ফেং ইউলান বলেন,

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং খুব সম্পূর্ণ ব্যবস্থা উত্থাপন করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, উন্নয়নের সঙ্গে প্রকৃতি রক্ষাকে শীর্ষস্থানে রাখতে হবে। সেই সঙ্গে তিনি অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য ও নীতি উত্থাপন করেছেন, যেমন পরিচ্ছন্ন জ্বালানি উন্নত করা, প্রাকৃতিক ব্যবস্থা রক্ষার কাজ জোরদার করা ইত্যাদি। তিনি মনে করেন, এমন বহুমুখী ব্যবস্থা বাস্তবায়ন করলেই কেবল লক্ষ্য পূরণ করা যাবে।

 

গেল বছর চীনের রাষ্ট্রীয় উদ্যান-কেন্দ্রিক প্রাকৃতিক সংরক্ষণ-ব্যবস্থার স্থাপন দ্রুততর করা হয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে প্রথম দফার রাষ্ট্রীয় পার্ক স্থাপন করেছে, চীনে বনভূমির আয়তন ২৩ শতাংশ, প্রাকৃতিক সংরক্ষণ এলাকার সংখ্যা ১১ হাজার ৮০০টি। এশিয়া ও প্যাসিফিক এলাকায় চীনের বনভূমির আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

 

গেল বছর, চীন অব্যাহতভাবে ‘এক অঞ্চল, এক পথ’ সবুজ উন্নয়ন জোরদার করেছে। এই পর্যন্ত চীন ২৮টি দেশের সঙ্গে যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ সবুজ উন্নয়নের অংশীদারি সম্পর্কের আহ্বান জানিয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ সবুজ উন্নয়ন আন্তর্জাতিক লিগ ৪০টিরও বেশি দেশের ১৫০টিরও বেশি দেশি-বিদেশি অংশীদার অন্তর্ভুক্ত করেছে।

চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার সময় চীনের প্রাকৃতিক সভ্যতা নির্মাণ নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। নতুন বছরে সুন্দর চীন যৌথভাবে পৃথিবীর প্রাণের অভিন্ন কমিউনিটি গড়ে তোলায় আরো বেশি বুদ্ধি ও শক্তি যোগাবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)