খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োংয়ের শুভেচ্ছাবাণী
2022-01-01 17:28:15

প্রিয় বন্ধুরা,

খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম সূর্যালোক বিশ্বে ছড়িয়ে পড়েছে। নতুন এই বছর হলো চীনা চান্দ্রপঞ্জিকার বাঘ-বর্ষ। আমি বেইজিং থেকে আপনাদের জন্য বাঘ-বর্ষের সুখ-শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।

 

২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। একশ’ বছর আগে এ পার্টির সদস্যসংখ্যা ছিল পঞ্চাশ জনের কিছু বেশি। বর্তমানে তা নয় কোটি ছাড়িয়েছে। সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণ চীনে আকাশ-পাতাল বিস্ময়কর পরিবর্তন ঘটিয়েছে। নতুন যুগে  প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় ১৪০ কোটি মানুষের দেশটি সম্পূর্ণ সচ্ছল সমাজ গঠন করেছে, চীনা জাতির কয়েক হাজার বছরের স্থায়ী চরম দারিদ্র্য দূর করেছে।

গেল বছর চায়না মিডিয়া গ্রুপ ‘সাহসিকতার সঙ্গে সূর্য ও চাঁদের রূপ পরিবর্তন’, ‘দারিদ্র্যবিমোচন’, ‘জনগণের সচ্ছল জীবন’সহ কয়েকটি সেরা টিভি সিরিজ তৈরি করেছে, চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের সংগ্রামের ভিডিও রেকর্ড করেছে এবং আন্তর্জাতিক সমাজের কাছে সিপিসি’র শত বছরে অগ্রযাত্রা ব্যাখ্যা করেছে। এক মাস আগে চীনের বৈদেশিক সম্প্রচার ব্যবস্থা প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি চিন পিং সিএমজিকে অভিনন্দন জানান। তিনি আমাদের সক্রিয়ভাবে চীনের গল্প বলা, ভালোভাবে চীনের কণ্ঠ সম্প্রচার করা, শক্তিশালী নেতৃত্ব, প্রচার ও প্রভাব শক্তির অধিকারী একটি বিশ্বমানের নতুন মূলধারার তথ্যমাধ্যম গড়ে তোলার উত্সাহ দিয়েছেন। আমরা এ লক্ষ্যে নিরন্তরভাবে কাজ করছি। চীনের প্রাচীন জ্ঞানে বলা হয়, ‘বড় সাফল্যের জন্য কষ্টকর পরীক্ষা পার হতে হয়। শত বছরের পরিস্থিতি আর শতাব্দীর ভয়াবহ মহামারীর কারণে বর্তমান বিশ্ব অশান্ত হয়ে পড়েছে। তবে শান্তি, উন্নয়ন ও সুখ অন্বেষণের উদ্দেশ্য কখনও বন্ধ হয় নি। সিএমজি’র তৈরি ‘চীনের গল্প’, ‘ক্লাসিক চীন’, ‘চীনের স্থানের নামের সম্মেলন’-সহ নানা অনুষ্ঠান চীনের গভীর ইতিহাস এবং জনগণের সত্য-সুন্দর জীবন তুলে ধরেছে। ‘জাতীয় উদ্যান’ আর ‘শিল্পকলায় অলিম্পিক’-সহ বিভিন্ন অনুষ্ঠানে নতুন যুগে ‘মনোরম চীন’, ‘সুস্থ চীন’-এর আকর্ষণীয় দৃশ্য ফুটিয়ে তুলেছে। চীনের মহাকাশ স্টেশন থেকে বিশ্বজুড়ে সরাসরি প্রচারিত ‘মহাকাশ ক্লাস’ অসংখ্য কিশোর-কিশোরীর মহাবিশ্বের রহস্য অনুসন্ধানের স্বপ্নকে প্রজ্বলিত করেছে। ইয়ুননানের ১৬টি হাতির উত্তর থেকে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের ছয় মাসে সিজিটিএন, সিসিটিভি, ইয়াংশিপিন ইত্যাদি তথ্যমাধ্যম নিরন্তর ৭০০০ ঘণ্টারও বেশি সময় লাইভ সম্প্রচার করেছে এবং তা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।

     সত্যের ভিত্তিতে তথ্য প্রচার করা হচ্ছে বিশ্বের গণমাধ্যমের মৌলিক নীতি। গত বছর আমরা সত্য ও ন্যায় প্রচার করেছি। ‘বৈশ্বিক মহামারী প্রতিরোধে’ মিথ্যাচার মোকাবিলায় আমরা তিন দফা ‘বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের জরিপ’ আয়োজন করার মাধ্যমে সত্যকে পরিষ্কার করেছি, সত্য ও মিথ্যার পার্থক্য করেছি; যা কোটি কোটি বিদেশি নেটিজেনের স্বীকৃতি পেয়েছে। আফগানিস্তান পরিস্থিতির রিপোর্ট করার সময় ঘটনাস্থল থেকে সিএমজি’র প্রচারিত ভিডিওতে- কিছু দেশের শক্তি অপব্যবহার করে মানুষ হত্যার ঘটনা উদ্ঘাটন করেছে। এসব ভিডিও বিশ্বের তথ্যমাধ্যমকে সত্য তথ্য দিয়েছে। আমরা অব্যাহতভাবে দায়িত্বশীল তথ্যমাধ্যমের পেশাদার মানদণ্ড বজায় রাখবো, সত্য অনুসরণ ও প্রকাশের চেষ্টা চালাবো। আমি আশা করি, পশ্চিমা বিশ্বের তথ্যমাধ্যমগুলোও মিডিয়ার মর্যাদা রক্ষা করবে। যাতে রাজনৈতিক স্বার্থ, জাতিগত বৈষম্য আর মতাদর্শগত পক্ষপাতের পরিবর্তে সত্য প্রচারিত হবে। আমরা একসঙ্গে বাস্তব ও ন্যায্য, ইতিবাচক ও সুস্থ আন্তর্জাতিক জনমত প্রতিষ্ঠা করবো।

চিন্তাভাবনা ও সদিচ্ছা কাছাকাছি হলে পাহাড় ও সমুদ্রের অন্য পারও দূর মনে হয় না। গত বছর সিএমজি’র বন্ধুচক্র আরো বড় হয়েছে। আমরা আন্তর্জাতিক মিডিয়ার বন্ধুদের সঙ্গে ছয় শতাধিক চিঠি বিনিময় করেছি, বিশটিরও বেশি অনলাইন মিটিং করেছি। আমরা যৌথভাবে বৈচিত্র্য ও সহনশীল, সমতা ও পারস্পরিক আস্থাবান তথ্যমাধ্যমের অংশীদারি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। এক একটি আন্তরিক ও উষ্ণ বিনিময়ের মাধ্যমে আস্থাবান সেতু তৈরি করেছি। এক একটি উত্সাহব্যঞ্জক বার্তা ও চিঠির জন্য আমরা কৃতজ্ঞতা জানাই।

 

এ যুগে সবকিছুই সম্ভব। ‘হাতিও হিপ-হপ নাচ শিখতে পারে’ এমন সাহস নিয়ে মিডিয়ার সংস্কারকে আলিঙ্গন করেছি। টোকিও অলিম্পিক গেমসে সিএমজি সফলভাবে বিশ্বে প্রথম ফোর-কে আল্ট্রা-হাই-ডেফিনেশন চ্যানেল অলিম্পিক গেমসের লাইভ শো প্রচার করেছে। বিশ্বের প্রথম ফোর-কে আল্ট্রা-এইচডি অলিম্পিক চ্যানেল চালু হওয়ার প্রথম তিন মাসে ৪০ কোটি’র বেশি দর্শক আকর্ষণ করেছে। ৩০ দিন পর চীনের বাঘ-বর্ষের বসন্ত উত্সবের সময় অলিম্পিক শিখা আবারও বেইজিংয়ে জ্বলবে। ‘৫জি+৪কে/৮কে+এইআই’ প্রযুক্তির সাহায্যে বেইজিং থেকে চাংচিয়াখৌগামী দ্রুত গতির রেলগাড়িতে সিএমজি ‘সরাসরি সম্প্রচার কেবিন’ খুলেছে। বিশ্বে এই প্রথম দ্রুত গতির রেলগাড়িতে আল্ট্রা এইচডি ভিডিও সম্প্রচারের প্রযুক্তি যুক্ত হলো। আমরা বিভিন্ন দেশের মিডিয়াকে এ সফলতা উপভোগে স্বাগত জানাই, আমরা বিশ্বকে একটি চমত্কার, অসাধারণ ও উত্কৃষ্ট বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উপহার দেবো।

 

সবুজ পাহাড়ে বাঘের গর্জন হাজার মাইল ছড়িয়ে যাচ্ছে, উইলোর সবুজ শাখা বাসাতে দুলে প্রতিটি পরিবারে বসন্তের বারতা দিচ্ছে। নতুন বছর সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে এবং চীনের ভবিষ্যতের নকশা আঁকা হবে। আমরা উন্নত, সূক্ষ্ম ও নিখুঁত কর্মের চেতনায় আরও ভালো অনুষ্ঠান তৈরি করবো, সুদূরপ্রসারী দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সমাজের কাছে নতুন যুগে চীনের অসীম প্রাণশক্তি প্রচার করবো এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের জন্য মিডিয়ার মাধ্যমে অবদান রাখবো।

আবারও আপনাদের এবং গোটা বিশ্বের মঙ্গল কামনা করছি। (আনন্দি/তৌহিদ/লিলি)