ছেন ছু শেং
2021-12-22 14:47:28

ছেন ছু শেং_fororder_QQ截图20211220165901

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় গায়ক ছেন ছু শেংয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তার গানগুলো চীনে অনেক জনপ্রিয়। ছেন ছু শেংয়ের গানে সাধারণ মানুষের জীবন ও গল্প বলা হয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনুন ছেন ছু শেংয়ের একটি সুন্দর গান ‘মেয়ে’।গান ১

ছেন ছু শেং ১৯৮১ সালে চীনের হাইনান প্রদেশের সান ইয়া শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুল থেকেই তিনি সংগীত ও গিটার শিখেন। ২০০০ সালে গান গাওয়ার জন্য তিনি জন্মস্থান ছেড়ে শেনচেন শহরে যান। সেখানে বারে গান গাইতেন এবং শেনচেন বেতারে সংগীতানুষ্ঠান উপস্থাপনা করতেন। ২০০১ সালে ছেন ছু শেন শাংহাইয়ে একটি সংগীত প্রতিযোগতায় অংশ নেন এবং শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান।গান ২

কয়েক বছর ‘বার গায়ক’ জীবন কাটিয়ে ২০০৬ সালে ছেন ছু শেং দুই বন্ধুকে নিয়ে একটি ব্যান্ড-দল প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মূল গায়ক। শেনচেনের সংগীত মহলে ব্যান্ডটি খুব জনপ্রিয় হয়নি। ২০০৭ সালে তার জীবনের বড় পরিবর্তন আসে। সে বছর ছেন ছু শেন চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘সুপার বয়ে’ অংশগ্রহণ করেন ও চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠানে তার নিজের রচিত গান ‘কেউ কি কখনও তোমাকে বলেছে’ অনেক জনপ্রিয় হয় এবং সেই বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। গানটি তার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি।বন্ধুরা, এখন শুনুন ছেন ছু শেংয়ের জনপ্রিয় গান ‘কেউ কি কখনও তোমাকে বলেছে’।গান ৩

ছেন ছু শেং_fororder_QQ截图20211220165933

২০০৭ সালে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ছেন ছু শেং তার পেশাদার গায়ক জীবন শুরু করে। সেই বছর তিনি তার প্রথম অ্যালবাম ‘আসলে আমি একা ছিলাম না’ প্রকাশ করেন। অ্যালবামের গানগুলো তার নিজের রচনা, আর এতে তিনি তার সংগীতের গল্প বলেছেন। অ্যালবামের প্রধান গান ‘আসলে আমি একা ছিলাম না’ সেই বছরের গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস জয় করে। বন্ধুরা, এখন এই গান শুনুন।গান ৪

চমত্কার সংগীত রচনার দক্ষতার কারণে ছেন ছু শেংয়ের গান ব্যাপক জনপ্রিয় হয়। তিনি অনেক পুরস্কার পান। ২০০৮ সালে তার চরিত গান ‘এই মুহূর্তে’ বেইজিং অলিম্পিক গেমসের গান। বন্ধুরা, এখন আমরা শুনবো ছেন ছু শেংয়ের একটি সুন্দর গান ‘একা শীতকাল’। তিনি শেনচেন থেকে বেইজিংয়ে এসেছেন, তার জীবনে বড় পরিবর্তন হয়েছে। তিনি একটি নিঃসঙ্গ শীতকাল কাটিয়েছেন। এই অভিজ্ঞতা থেকে তিনি গানটি লিখেছেন। গানে প্রকাশিত অনুভূতি মানুষের মধ্যে একই আবেদন সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন ছেন ছু শেংয়ের গান ‘একা শীতকাল’ শুনুন।গান ৫

ছেন ছু শেং_fororder_QQ截图20211220165942

ছেন ছু শেং অনেক চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। এসব গান বেশ জনপ্রিয় হয়েছে। বন্ধুরা, এখন আমরা শুনবো চীনের জনপ্রিয় চলচ্চিত্র ‘বাতাসের শব্দের’ জন্য রচিত একটি সুন্দর গান ‘বাতাসের শব্দ’। চলচ্চিত্রটিতে চীনের জাপান-বিরোধী যুদ্ধকালীন একটি মর্মস্পর্শী গল্প বলা হয়। ছেন ছু শেংয়ের গান গল্পটিকে অনেক আকর্ষণীয় করেছে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ছেন ছু শেংয়ের আরেকটি জনপ্রিয় গান ‘আমি জানি তুমি আমার কাছে আছো’ শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।