সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফিহাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ২০২১ সাল দেখতে দেখতে চলে গেছে। গেল বছর আপনার জীবন কেমন কাটলো? আগামী বছরের জন্য আপনার কী কী প্রত্যাশা? আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন অর্পিতা ঐশ্বর্য। তিনি বাংলাদেশে বেশ কিছুদিন সামাজিক উন্নয়ন খাতের প্রশিক্ষণ ও নীতি গেবষণায় কাজ করার পর পিকিং বিশ্ববিদ্যালয় থেকে গণনীতিমালা (পাবলিক পলিসি)-তে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমান তিনি শিক্ষকতা ও গবেষণায় জড়িত রয়েছেন।