আপন আলোয় ৪৭
2021-12-17 19:22:14

 

আপন আলোয় ৪৭

আপন আলোয় ৪৭_fororder_a1

 

 

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: বুলবুল মহলানবীশ

 

 

 

 

 

অন্তরঙ্গ আলাপন

স্বাধীন বাংলা বেতারে কণ্ঠযোদ্ধা পরিচিতি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: বুলবুল মহলানবীশ

আপন আলোয় ৪৭_fororder_a2

ছবি: বুলবুল মহলানবীশ

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ- গানটি।

বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ একাধারে কবি ও লেখক; সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী। টিভি-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের নন্দিত উপস্থাপক তিনি। সর্বোপরী দেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।

নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ নজরুল সংগীত শিল্পী পরিষদের সহসভাপতি, সাধরণ সম্পাদক রবীন্দ্র একাডেমি। জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেল, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছেন তিনি। তবে সব ছাপিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী- কণ্ঠযোদ্ধা পরিচয়টি বহন করেন বিনম্র গৌরবে।

তাদের দুটি গানের অ্যালবাম রয়েছে। প্রকাশিত হয়েছে ১২টির বেশি গ্রন্থ। মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি ও স্মৃতি ৭১ তার বহুল আলোচিত বই। সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন- চয়ন স্বর্ণপদক, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক।

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে চীন আন্তর্জতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বরেণ্য এই কণ্ঠযোদ্ধা স্মৃতিচারণ করলেন ঠিক ৫০ বছর আগের সেই ঐতিহাসিক ক্ষণের। বললনে তাঁর স্বপ্নের বাংলাদেশ এবং বাস্তবের বাংলাদেশ প্রসঙ্গে। তরুণ প্রজন্মকে বললনে ইতিহাসলগ্ন হতে। তাঁর বিশ্বাস সুস্থ সংস্কৃতির চর্চাই সমাজকে নিয়ে যেতে পারে প্রগতির পথে। জীবনভর সংস্কৃতির পথেই তাঁর দৃপ্ত পদযাত্রা!

 

 

 

প্রিয় বন্ধুরা,

আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া