"সকল নারী শিক্ষিত হোক, নিরাপদ থাক ও কাজের সুযোগ পাক”
2021-12-16 19:51:09

"সকল নারী শিক্ষিত হোক, নিরাপদ থাক ও কাজের সুযোগ পাক”_fororder_b2

ব্যবসাপাতির ৫২তম পর্ব

বিজয়ের সুবর্ণজয়ন্তী: বিশেষ সাক্ষাকার

 

"সকল নারী শিক্ষিত হোক, নিরাপদ থাক কাজের সুযোগ পাক

 

“আমাদের আকাঙ্ক্ষা হলো, সকল নারী শিক্ষিত হবে, সকল নারীর নিরাপত্তা নিশ্চিত হবে এবং এবং সকল নারী তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবে। আমরা চাই পরিবারসহ পুরো রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হবে। আমি বিজয়ের ৫০ বছরের আকাঙ্ক্ষা বলতে এটাই বুঝি। তবে গেল ১০ বছরে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ২৮-৩৬ শতাংশের মধ্যেই আটকে আছে। অর্থাৎ বিপুল সংখ্যক নারী শ্রমবাজারে অংশ নেয়ার সুযোগ পায়নি। এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ”

- . শরমিন্দ নিলোর্মি

সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়