‘আমরা যেন কোথায় দেখেছি’
2021-12-16 19:21:35

‘আমরা যেন কোথায় দেখেছি’_fororder_xiaoke

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও খ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সিয়াও খ্য-এর আসল নাম খ্য চাও লেই। তিনি ১৯৭১ সালের ২০ অক্টোবর চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি বেইজিংয়ের ক্যাপিটল নর্মাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনের মূল-ভূভাগের খুব বিখ্যাত গায়ক, সুরকার, গীতিকার ও প্রযোজক।

 

১৯৭১ সালের অক্টোবর মাসে সিয়াও খ্য বেইজিংয়ের একটি সেনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দু’জনই সেনাবাহিনীর শিল্পী দলের সদস্য ছিলেন। ১৯৮১ সালে দশ বছর বয়সী সিয়াও খ্য পিয়ানো শেখা শুরু করেন। ১৯৯০ সালে তিনি ক্যাপিটাল নর্মাল ইউনিভার্সিটির সংগীত বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে সিয়াও খ্য পিয়ানো বিষয়ে শিখতেন।  বিশ্ববিদ্যালয়ে তিনি কয়েকজন ভালো বন্ধুর সঙ্গে ‘চীনা ছেলে’ নামে একটি রক সংগীত ব্যান্ড গঠন করেন। তিনি ব্যান্ডের জন্য অনেক গান রচনা করেন।

 

১৯৯১ সালে সিয়াও খ্য নিজেই জ্যাজ শিখে সংশ্লিষ্ট স্টাইলের অনেক গান রচনা করেছেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিয়াও খ্য বেইজিংয়ের ফেং শেং হাই স্কুলে সংগীত শিক্ষক হিসেবে কাজ করেন। এর সঙ্গে তিনি বেইজিংয়ের MIMLLE JAZZ BAND–এ যোগ দেন এবং দেশে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানও আয়োজন করেন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়াও খ্য-এর গান ‘আমরা যেন কোথায় দেখেছি’। গানের কথাগুলো এমন: আমরা যেন কোথায় দেখেছি, তোমার মনে আছে? যেন তা বসন্তের একদিন, আমার মনে আছে, তা যেন গ্রীষ্মকালের একদিন, তুমি ফুলের মত সুন্দর। আমি গান গাই, আমার মনে আছে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়াও খ্য-এর কণ্ঠে আরেকটি সুন্দর গান। গানের নাম ‘তোমার ভালোবাসার জন্য অপেক্ষা’। গানের কথায় বলা হয়: তোমার ভালোবাসার অপেক্ষা করি, শুধু এক বারও যথেষ্ট। তোমার ভালোবাসার অপেক্ষা করি, হয়তো শুধু একবার হলে চিরদিন থাকবে। হয়তো আমার অনুভূতি ভুল, হয়তো আমি বেশি চাই, ভয় পাই, তুমি চলে গেছো। তোমার ভালোবাসার অপেক্ষা করি, শুধু একবার হলেও যথেষ্ট হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো সিয়াও খ্য-এর গান ‘দুঃখিত’। গানের কথাগুলো এমন: দুঃখিত, তোমাকে ছেড়ে চলে গেছি। তোমার সঙ্গে থাকতে পারি না। দুঃখিত, তোমাকে মর্মাহত করেছি। আমি চূড়ান্ত চেষ্টা করেছি, দুঃখিত।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও খ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)