ডিসেম্বর ১৬: গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভিডিও-বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তিনি শীঘ্রই চীন সফর করবেন এবং বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বস্তুত, দু’দেশ শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে এ সফর নির্ধারণ করেছে, যা দু’দেশের শীর্ষ নেতাদের গভীর মৈত্রী এবং দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার প্রতীক।
এবারের বৈঠক ছিল চলতি বছর চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের দ্বিতীয় ভিডিও-বৈঠক। আর, ২০১৩ সালের পর থেকে এটি দু’নেতার ৩৭তম বৈঠক। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয় খুব ঘন ঘন বৈঠক করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে খুব কমই দেখা যায়। শীর্ষ নেতদ্বয়ের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে; বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা নতুন অগ্রগতি অর্জন করেছে।
এবার বৈঠকে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় দ্বিপক্ষীয় সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। জ্বালানি, বৈজ্ঞানিক উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে। যেমন, চীন ও রাশিয়ার প্রাকৃতিক গ্যাসলাইনের পূর্বাঞ্চলীয় অংশের মাধ্যমে চীনা জনগণ রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে পারছে। আর চীনের মোবাইল ফোন ও গাড়ি রাশিয়ায় খুব ভালো বিক্রি হচ্ছে।
বর্তমানে কিছু কিছু দেশ গণতন্ত্র এবং মানবাধিকারের অজুহাতে চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছে। এ কারণে চীন ও রাশিয়ার উচিত নিজ নিজ নিরাপত্তার স্বার্থে আরও বেশি যৌথ মহড়া চালানো। চীন ও রাশিয়ার সহযোগিতা শুধু দু’দেশের জনগণের জন্য কল্যাণকর নয়, বরং বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নের জন্যও জরুরি। (শুয়েই/আলিম/লিলি)