ব্যবসাপাতির ৫২তম পর্ব বিজয়ের সুবর্ণজয়ন্তী: বিশেষ সাক্ষাৎকার
2021-12-16 19:49:05

 

ব্যবসাপাতির ৫২তম পর্ব বিজয়ের সুবর্ণজয়ন্তী: বিশেষ সাক্ষাৎকার_fororder_b1

"সামাজিক খাতের উন্নয়ন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন

 

“সামাজিক খাতের উন্নয়নের প্রতিফলন ঘটেছে আমাদের অর্থনীতিতে। এক্ষেত্রে ব্যক্তিখাতের প্রসারণ বিশাল ভূমিকা পালন করেছে। যেমন পোশাকখাত ও উৎপাদনখাতে আমাদের অর্জন মনে রাখার মতো। বিশ্বের ইসলামী দেশগুলো এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনসংখ্যার ব্যবস্থাপনা একটি মডেলে পরিণত হয়েছে। তবে এটা স্বীকার করতেই হবে যে আমাদের জনশক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এর মূলে আছে দক্ষ জনশক্তি গতে তুলতে না পারা। এদিকেই এখন মনোযোগ দিতে হবে।”

- . আহসান এইচ মনসুর

নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট