‘নোটবুক’
2021-12-16 19:19:40

‘নোটবুক’_fororder_zhou

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ ছুয়ান সুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চৌ ছুয়ান সুং, তাঁর ইংরেজি নাম স্টিভেন চৌ। তাঁর ভোক্তারা আদর করে তাকে ‘সিয়াও কাং’ বলে ডাকে। তিনি ১৯৬৯ সালের ৭ জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইচুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের তাইওয়ান প্রদেশের পপ সংগীত মহলের বিখ্যাত গায়ক ও সুরকার।

 

১৯৮৭ সালে চৌ ছুযান সুং ‘বিশ্ববিদ্যালয়ের সংগীত রচনা প্রতিযোগিতায়’ অংশ নেন। এটি তাঁর অংশগ্রহণ করা প্রথম সংগীত-সম্পর্কিত প্রতিযোগিতা। এতে তিনি তেমন একটা সফলতা পান নি। ১৯৮৯ সালে চৌ ছুয়ান সুং ‘সিয়াও কাং’- নামে নিজের প্রথম গান ‘ধোঁয়া’ প্রকাশ করেন। এই গানটি তাঁর ‘নোবোডি’ অ্যালবামে রয়েছে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

 

১৯৮৮ সালে, চৌ ছুয়াং সুং ‘তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ের কণ্ঠশিল্পী প্রতিযোগিতায়’ অংশ নেন। পরে তিনি সংগীত ব্যান্ড ‘লিটল টাইগারের’ প্রথম কিস্তির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে, পরে ব্যক্তিগত কারণে তিনি এই ব্যান্ডে যোগ দেন নি।

 

বন্ধুরা, এখন শুনুন চৌ ছুয়ান সুং-এর কণ্ঠে ‘ভুলে যায়’ নামের গানটি। গানের কথায় বলা হয়: এত বেশি স্মৃতি মনে থাকে, তাহলে বেশি মদ খেও না। জীবনকে বেশি গুরুত্ব দিলে অন্যকে বেশি কথা বলা যাবে না। ভালোবাসা ভুলে যেতে পারি না, তাকে ভুলে যেতে পারি না, কেন আমরা প্রেমে পড়েছি, তা ভুলে গেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চৌ ছুয়ান সুং-এর আরেকটি গান, গানের নাম ‘নীল তুরস্ক’। গানের কথাগুলো এমন: তোমার সৌন্দর্যে মাতাল হই। তুমি এত রহস্যময়, আমার ভালোবাসা অসীম। আমি বিশ্বাস করতে চাই, ভালোবাসায় মিরাকল আছে। যখন ট্রেন স্টেশনের পর স্টেশন ধরে অসীম ভালোবাসার সমুদ্রে যায়, তখন তোমাকে দেখেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চৌ ছুয়ান সুং-এর কণ্ঠে ‘নোটবুক’ নামের গানটি। গানের কথায় বলা হয়: আমার নোটবুক খুলে দেখি, সব কিছুই তোমার বিষয়। তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি, তোমাকে মিস করে কাঁদি। তবে সুখ ও আনন্দ কেমন। ভালোবাসা এত ব্যথা, এত ব্যথায় অশ্রু হয়। নোটবুকের প্রতি পৃষ্ঠায় আমার আর তোমার ভালোবাসার কথা।

আচ্ছা, শুনুন গানটি।

 

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ ছুয়ান সুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)