ছেন শুহুয়া
2021-12-15 15:48:36

ছেন শুহুয়া বা সারাহ ছেন  ১৯৫৮ সালের ১৪ মে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ান পপসঙ্গীতের একজন জনপ্রিয় গায়িকা। ১৯৬৬ সালে যখন তাঁর বয়স ৮ বছর, তখন তিনি তাইওয়ানের এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৬৭ সালে নয় বছরের ছেন শুহুয়া তাঁর প্রথম একক গান রেকর্ড করেন এবং আনুষ্ঠানিকভাবে একটি রেকর্ড কোম্পানিতে যোগ দেন। তখন থেকে তিনি একক অ্যালবাম নিয়ে প্রস্তুতি নেন। একই বছর তিনি অন্য এক সহকর্মীর সঙ্গে একটি দক্ষিণ ফুচিয়ান উপভাষা অ্যালবামের জন্য রেকর্ড করেন, অ্যালবামে ‘জল চাকা মেয়ে’ তাঁর প্রথম একক গান হিসেবে অন্তর্ভুক্ত  হয়।

ছেন শুহুয়া_fororder_src=http___i0.hdslb.com_bfs_archive_3fee59c0504734bafde9b2bdaaa5581530cedebb&refer=http___i0.hdslb

১৯৭৩ সালে ছেন শুহুয়া তাঁর প্রথম অ্যালবাম ‘ভালোবাসার সূর্য’ প্রকাশ করেন এবং শিশু তারকা হিসেবে শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৮৯ সালে তিনি রক রেকর্ডস কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তিনি ‘তোমাকে বলি এবং শুনি’ নামে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘জাগরণ’ অনেকের দৃষ্টি আকর্ষণ করে। 

ছেন শুহুয়া_fororder_023b5bb5c9ea15ce0a36ee3b3c4d6df43b87b2f8

১৯৯১ সালে ছেন শুহুয়া তাঁর ‘লাল ধুলো’ গানটি দিয়ে দশম ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র গানের জন্য মনোনীত হন। আসলে গানটি ১৯৯০ সালে তাইওয়ানের একই নামের এক চলচ্চিত্রের থিম সং। গানটি একই বছর তাঁর প্রকাশিত অ্যালবাম ‘আজীবন অপেক্ষা’য় অন্তর্ভুক্ত হয়। 

ছেন শুহুয়া_fororder_u=3705825803,2527129709&fm=26&fmt=auto

১৯৯২ সালে ‘আজীবন অপেক্ষা’ অ্যালবাম দিয়ে ছেন শুহুয়া তৃতীয় গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ম্যান্ডারিন গায়িকা পুরস্কার জিতেন। ১৯৯৩ সালে তিনি পর পর দু’টো চলচ্চিত্রের জন্য ‘সময় উড়ছে’ ও ‘জাগতিক বিশ্ব’ গান প্রকাশ করেন। দু’টো গান অনেক জনপ্রিয় হয়। লিরিক্স বুঝতে না পারলেও গানের সুন্দর সুর উপভোগ করতে পারবেন আপনারা। 

ছেন শুহুয়া_fororder_src=http___i0.hdslb.com_bfs_archive_b9d466222465f44a3561c4e4d70b711e76800653&refer=http___i0.hdslb

‘আমার হৃদয় স্পষ্টভাবে বোঝা যায়’ ছেন শুহু ও চীনের বিখ্যাত কোংফু তারকা জ্যাকি ছেনের গাওয়া একটি গান। গানটি জ্যাকির ১৯৯১ সালে প্রকাশিত ‘প্রথমবার’ অ্যালবামে এবং ১৯৯৪ সালে শুহু’র একক অ্যালবাম ‘ভালোবাসার অবিরাম রূপে’ পুনরায় অন্তর্ভুক্ত হয়। (প্রেমা/এনাম)