এটা কি গণতন্ত্র, নাকি হুমকি?
2021-12-15 16:26:31

এটা কি গণতন্ত্র, নাকি হুমকি?_fororder_14

সবাইকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করেছে। কিন্তু বিশ্বের প্রায় অর্ধেক দেশ এ সম্মেলনে আমন্ত্রিত তালিকা নিয়ে সন্দেহ বা ক্ষোভ প্রকাশ করেছে। এর মাধ্যমে উন্মোচিত জটিল ভূ-রাজনৈতিক চিন্তাভাবনা থেকেও অনেককিছু ভাবার আছে। কেন এবারের সম্মেলন আয়োজনের প্রাক্কালে মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে চীন এবং বাংলাদেশসহ ৫টি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করে? এবারের গণতন্ত্র সম্মেলন নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো কিভাবে দেখে? 'গণতন্ত্র' যুক্তরাষ্ট্রের অস্ত্র হিসেবে যখন আর কার্যকরিতা নাই, তখন আমাদের গণতন্ত্রের সত্যিকার অর্থ বোঝা ও তা বাস্তবায়নের সময় এসেছে। শুনুন আজের টপিক অনুষ্ঠানটি।