আজকের পূবের জালানায় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর বাপ্পী রহমান। তিনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ‘ক্লাইমেট গভর্নেন্স’ বিষয়ে পিএইচডি করেছেন চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। তাঁর গবেষণা প্রবন্ধ জার্নাল অব জিওসায়েন্স এন্ড এনভায়রনমেন্ট প্রটেকশন, জার্নাল অব আর্থ সায়েন্স এন্ড ক্লাইমেটিক চেঞ্জ, সোশ্যাল সায়েন্স রিভিউসহ দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। বিশ্ব ব্যাংক, ইউএনডিপি এফ এ ও, এশিয়া ফাউন্ডেশন, ব্র্যাক ও সি এন আর এস ইত্যাদি সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। চলুন কথা বলি তাঁর সঙ্গে।