ইয়ে ছিয়ানওয়েন
2021-12-13 14:56:47

স্যালি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ী চীনের কুয়াংতোং প্রদেশের চৌংশান শহরে। তিনি চীনা ভাষার পপসংগীত শিল্পী এবং চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।

ইয়ে ছিয়ানওয়েন_fororder_u=4041032375,246198530&fm=253&fmt=auto&app=120&f=JPEG

১৯৮০ সালে যখন তাঁর বয়স ১৯ বছর, তখন তিনি তাইওয়ানের একটি বিজ্ঞাপনে কাজ করে মানুষের মনে গভীর ছাপ ফেলেন। একই বছর তিনি তাইওয়ানে ‘স্বস্তির বসন্তে’ নামে চীনা ভাষার অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে গায়িকা হন। ১৯৮২ সালে তিনি তাঁর চতুর্থ অ্যালবাম ‘কথা দাও’ প্রকাশ করেন। একই বছর প্রথমবারের মতো তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।  ১৯৮৪ সালে তিনি তাঁর ব্রত হংকংয়ে স্থানান্তর করে তাঁর প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘ইয়ে ছিয়ানওয়েন’ প্রকাশ করেন। অ্যালবামে ‘রাত শূণ্যটা ১০ মিনিট’ সে বছর বার্ষিক সেরা দশ গোল্ডেন গান পুরস্কার জিতে।

ইয়ে ছিয়ানওয়েন_fororder_src=http___www.sh.xinhuanet.com_titlepic_135275233_1460536126598_title1n&refer=http___www.sh.xinhuanet

এতক্ষণ যে গানটি আপনারা শুনেছেন, সেটা স্যালি ১৯৯০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একই নামের ক্যান্টোনিজ অ্যালবামের প্রধান গান। অ্যালবাম প্রকাশিত হবার পর পরই বিভিন্ন তালিকার প্রথম স্থান দখল করে। অবশ্যই অ্যালবামের বিক্রয় পরিমাণও খুব ভাল ছিল এবং এটি হংকং সঙ্গীত জগতে তাঁর অবস্থান সুসংহত করেছে।

ইয়ে ছিয়ানওয়েন_fororder_src=http___n.sinaimg.cn_sinacn_w400h355_20180217_a5de-fyrpeif1238118&refer=http___n.sinaimg

‘একটি সাহসী জীবন যাপন করা যাক’ স্যালির ১৯৯১ সালে প্রকাশিত একই নামের অ্যালবামের প্রধান গান। গানটি পাশাপাশি সে বছর তাইওয়ানের একটি টিভি নাটকের থিম সং হয়। গানটি ১৯৯২ ও ১৯৯৭ সালে সেরা দশটি চীনা সোনালী গান পুরস্কার জিতে। 

   ইয়ে ছিয়ানওয়েন_fororder_src=http___image.ijq.tv_201612_19_10-07-48-87-34&refer=http___image.ijq

‘বিশ্বস্ত প্রেমিক’ স্যালির ১৯৯২ সালে প্রকাশিত একটি গান। গানটি তাঁর ‘মানব সমাজ’ নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি পুরস্কার জেতার পাশাপাশি বার বার এর কাভার সংস্করণ হয়। এটি আসলেই একটি আদর্শ গান। খুব মজার বিষয়, গানটি একটি জাপানি গান থেকে নিয়ে এর ম্যান্ডারিন সংস্করণ করা হয়। 

ইয়ে ছিয়ানওয়েন_fororder_src=http___nimg.ws.126.net__url=http___dingyue.ws.126.net_2021_0424_518b5375j00qs216g0012c000hq00d3c&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

 ‘আমার ভালোবাসা তোমাকে বলি, একটি গল্প। আমার ভালোবাসা তোমাকে বলি, একটি বর্তমান। শীত্কাল চলে গেছে, বসন্ত আসছে। তুষার মেশানো মেঘ দেখা যায়। এই ভালোবাসা অপেক্ষা করছে। আশা করি, তুমি আমার ভালোবাসাটি অনুভব করতে পার।’ লিরিক্স কেমন লাগছে? আসলে এটা স্যালি’র ১৯৯৪ সালে প্রকাশিত একটি অ্যালবামের গান। সে বছর গানটি অনেক অনেক জনপ্রিয় হয়েছিল। গানটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া। 

 

‘আশীর্বাদ’ স্যালি’র একটি সর্বোত্কৃষ্ট গান। গানটি তাঁর ১৯৮৮ সালের জুন মাসে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি ব্যাপক সফলতা পায়। এটি শুধু হংকং পপসঙ্গীতের উচ্চশ্রেণীর রচনা নয়, বরং এটি তাঁর ক্যারিয়ার’কে একটি নতুন দিকে বেগবান করেছে।

 

‘বাছাই’ গানটি স্যালি তাঁর স্বামী লিন জিসিয়াংয়ের সঙ্গে গেয়েছেন। গানটি লিন জিসিয়াংয়ের ১৯৯২ সালের মার্চ মাসে প্রকাশিত ক্যান্টোনিজ ভাষার অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। সে বছর তাঁরা যৌথ এমভি করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। (প্রেমা/এনাম)