একটি বই-পাগল বালকের গল্প। ৯ বছরের খাই খাইয়ের সবচেয়ে বেশি প্রিয় গল্পের বই পড়ে দাদা কে শোনানো এবং দূরবর্তী বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলা। কিন্তু দাদা মারা যাওয়ার পর যেন সবকিছু ওলটপালট হয়ে যায়। দাদা-নাতি ও শিল্পায়ন- চীনের সামাজিক সমস্যার গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দি রিডিং বয়’। বিস্তারিত হোসনে মোবারক সৌরভের রিভিউতে…