স্বাস্থ্য প্রতিবেদন
2021-12-10 19:42:03

‘অতটা শক্তিশালী নয় ওমিক্রন, তবে ছড়ায় দ্রুত‘

দেহঘড়ি পর্ব-৪৭

প্রাণঘাতি করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে অতটা ভয়ংকর নয় বলে জানিয়েছেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. বিজন কুমার শীল।

 

গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত ‘কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, ওমিক্রন’- বিষয়ক এক সেমিনারে সম্প্রতি এ কথা বলেন তিনি। অধ্যাপক ড. বিজন কুমার শীল একজন সংক্রমণ বিশেষজ্ঞ ও বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান।

দেহঘড়ি পর্ব-৪৭

 

ছবি: অধ্যাপক ড. বিজন কুমার শীল

 

এই বিশেষজ্ঞ বলেন, “ওমিক্রন রুপ পরিবর্তন করেছে প্রায় ৫০ বার। মধ্যে ৩০টা মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিনে। আবার ১০টা মিউটেশন হয়েছে রিসেপ্টার ডোমেইন সাইডে। ভাইরাসের যে অংশটি প্রথম মানুষের দেহকোষের সঙ্গে সংযোগ ঘটায় তার নাম রিসেপ্টার বাইন্ডিং ডোমেইন।“

 

তিনি বলেন, “ওমিক্রন গাঠনিকভাবে খুব বেশি শক্তিশালী নয়, তাই আশঙ্কাও কম”। তবে এর সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দেন তিনি।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, “ সাধারণ টিকার পাশাপাশি পর্যাপ্ত বুস্টার ডোজ পাওয়া গেলে সরকারের এখন উচিৎ হবে ১৮ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের টিকা প্রয়োগ করা। তবে প্রথমদিকে অবশ্যই অগ্রাধিকার-ভিত্তিতে গুরত্ব দিতে হবে বয়স্ক ও জটিল রোগীদের”।

 

অভি