রোববারের আলাপন-অলিম্পিক খেলোয়াড়দের খাবার তালিকা
2021-12-10 16:31:07

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ। 

আকাশ: এনাম ভাই, আপনি চীনের হটপট অনেক পছন্দ করেন, তাইনা? হটপট ছাড়া চীনের আর কোন কোন খাবার আপনি পছন্দ করেন? আমাদের বাংলাদেশের ভাইবোনদের সাথে এ নিয়ে কিছু বলতে চান কি? 

এনাম: হা হা, অবশ্যই...

আকাশ: এনাম ভাই, আমরা দুজন সত্যিই পেটুক। 

এনাম: হা হা‍... ঠিক বলেছেন!

আকাশ: আমাদের অনুষ্ঠানে খেলাধুলা ছাড়া খাবার নিয়েও কথা বলা উচিত, তাইনা?

এনাম: হা, অবশ্যই! খিচুরি, বিরিয়ানি, নানরুটি, হটপট, ডাম্পলিং... ওরে বাবা! বলতে বলতে আবার আমার খিদা লেগেছে!

আকাশ: হা ভাই, সম্প্রতি আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের খেলোয়াড়দের খাবারের মেন্যু প্রকাশিত হয়েছে। আমরা আজ এ বিষয়ে আমাদের বন্ধুদের সাথে গল্প করবো, কেমন?

এনাম: হা, এই টপিক আমার সবচেয়ে প্রিয়। 

বন্ধুরা, ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের খেলোয়াড়দের খাবারের মেন্যু প্রকাশিত হয়েছে। তাতে বিশের বিভিন্ন অঞ্চলের মোট ৬৭৮টি বিশেষ খাবার রয়েছে। প্রতি বেলায় ভেজ, হালাল, ও কুশার খাবারের ব্যবস্থা রয়েছে। 

বন্ধুরা, শীতকালীন প্যারালিম্পিক গেমস চলাকালে চীনের ঐতিহ্যগত বসন্ত উতসব উদযাপিত হবে। তাই মেন্যুতে বসন্ত উতসবের খাবার যুক্ত করা হবে। তাতে আমার সবচেয়ে প্রিয় চীনা খবার চাও চি তথা ডাম্পলিংও অন্তর্ভুক্ত হবে। 

খেলোয়াড়দের মেন্যুতে চীনা ও পশ্চিমা খাবারের অনুপাত হবে ৩:৭। মেন্যুটি ইনটারনাটে ভাইরাল হয়েছে। কিছু কিছু নেটিজেন লিখেছেন: “খেতে চাই, খেতে চাই, খেতে চাই! খিদা লেগেছে, খিদা লেগেছে, খিদা লেগেছে! সুস্বাদু, সুস্বাদু, সুস্বাদু!” 

আকাশ: এনাম ভাই, এখন আপনারও কি খিদে পেয়েছে?