গান ছাড়া আর কিছু আরাধ্য নেই- লাভলী দেব
2021-12-10 20:38:57

গান ছাড়া আর কিছু আরাধ্য নেই- লাভলী দেব_fororder_wenhua2

ছবি: লাভলী দেব

কেউ তাকে গানকন্যা, কেউবা গানের পাখি, আবার কেউ তাকে কোকিলকণ্ঠী অভিধায় আখ্যায়িত করেন। তার কণ্ঠযাদুতে ভাটি বাংলার লোকগান পেয়েছে ভিন্নমাত্রা। গান তার কাছে আরাধনা। গান ছাড়া আর কিছু আরাধ্য নেই, নন্দিত লোকসংগীত শিল্পী লাভলী দেবের।

লালন, হাসন, রাধারমন, শাহ আব্দুল করিমের গান; পদাবলী, কীর্তনসহ লোকগানের সব শাখায় তার স্বচ্ছন্দ গায়কী। লোকগানকে জনপ্রিয় করার ক্ষেত্রে রয়েছে তার বড় ভূমিকা। লোকগানের শিল্পী হিসেবে তার জনপ্রিয়তা ছাড়িয়েছে দেশের সীমানা। শুধু লোকগানের শীর্ষস্থানীয় শিল্পীই নন, লোকগানের সংগ্রাহক হিসেবেও রয়েছে তার অনন্য ভূমিকা!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের সংগীত জীবনের চমকপ্রদ গল্প শোনালেন এ সময়ে লোকগানের তুমুল জনপ্রিয় শিল্পী লাভলী দেব।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া