আকাশ ছুঁতে চাই ৫১
2021-12-09 19:37:23

কী থাকছে এবারের পর্বে

১. উইগুর সংস্কৃতির বিশেষ রেশমী নকশাকে ধরে রাখছেন যিনি

২. সাক্ষাৎকার: বিশ্বের যেখানেই গিয়েছি একটি করে গাছ লাগিয়েছি- কাজী আসমা আজমেরী

৩. গান: শিল্পী থান ওয়েইওয়েই

৪. স্বপ্নপূরণে বয়স কোন বাধা নয়

৫. পাট থেকে স্যানিটারি ন্যাপকিন বানালেন বাংলাদেশী নারী বিজ্ঞানী

৬. ইতিহাসগড়া নারী ক্রিকেট দল

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

উইগুর সংস্কৃতির বিশেষ রেশমী নকশাকে ধরে রাখছেন যিনি

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের এক কস্টিউম ডিজাইনার নারী ছং ইংফেন। রেশমের কাপড়ে বিশেষ নকশা ও বুননের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এক দক্ষ শিল্পী তিনি। পোশাকে বিশেষ ধরনের এই কারুকাজ আয়ত্ত করতে পেরেছেন কেবল ইংফেনের মতো হাতেগোনা ক’জন কারিগর। বিস্তারিত প্রতিবেদনে

উইগুর ভাষায় "এটলেস" এর প্রচলিত অর্থ "টাই-ডাই"। আর এটলেস সিল্ক দিয়ে বুঝায় সিনচিয়াংয়ের আদিবাসীদের তৈরি করা রেশম কাপড়ের উপর নানা রঙের কারুকাজ। এই কাপড় মূলত তাদের নিজস্ব সংস্কৃতির পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।

 সিনচিয়াংয়ের দক্ষিণাঞ্চলের হোতান সিটি, ঐতিহাসিক কাশগর শহর ও শাছোঁ কাউন্টিতে বেশি উৎপন্ন হয় এ বিশেষ ধরনের রেশম। চীনের প্রাচীন সিল্ক রোড বা রেশম পথের প্রধান দুটি শহর এই হোতান ও কাশগর। বাণিজ্যিক এ পথেই মিলেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতি। আর এসবের মেল বন্ধন যেন ঐতিহ্যবাহী এই এটলেস শিল্প। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিকে ভীষণ প্রভাবিত করার অদ্ভুত এক ক্ষমতার ধারক এই রেশম ঐতিহ্যগতভাবে চীনা সংস্কৃতির অংশ।

পেশায় সিনচিয়াং ইন্ডাস্ট্রি টেকনিক্যাল কলেজের শিক্ষক ছং ইংফেন একজন সৌখিন কস্টিউম ডিজাইনার। ২০১৪ সাল থেকে প্রতিবছরই আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহে এটলেস সিরিজের পোশাক ডিজাইন করে আসছেন তিনি। প্রথম দিকে মানুষ এই কাপড় সম্পর্কে তেমন কিছু না জানলেও পরবর্তীতে তার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে ফ্যাশন সপ্তাহের মঞ্চে ওঠে এটলেস। আর এভাবেই শুরু হয় স্থানীয় ঐতিহ্যের বিশ্ব মঞ্চের পথে ঐতিহাসিক যাত্রা।

ছং ইংফেন বলেন, আমি মনে করি, এটি মানুষের সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ায় ও শিল্পকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে স্থানীয়দের জীবিকা উন্নয়নে সাহায্য করে। এই শিল্পের উন্নয়নে সরকার স্থানীয়দের ফেব্রিক তৈরিতে সাহায্য করছে। শুধু তাই নয় রেশম উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ করছে। ২০১৪ সাল থেকে এই সিল্কের গবেষণা, উন্নয়ন ও প্রচারে সিনচিয়াং ইন্ডাস্ট্রি টেকনিক্যাল কলেজ কাজ করে যাচ্ছে। বিশেষ ফেব্রিকগুলো চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে একটি ডিজিটাল ডেটাবেস তৈরির কাজ শুরু করেছে এখানকার সদস্যরা।

সাক্ষাৎকার

বিশ্বের যেখানেই গিয়েছি একটি করে গাছ লাগিয়েছি- কাজী আসমা আজমেরী

 

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_1

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। বাংলাদেশের এক সাহসী নারী কাজী আসমা আজমেরী। তিনি বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে নিয়ে গিয়েছেন। আজ আমরা তার কাছ থেকে শুনবো বিশ্ব ভ্রমণের অসামান্য অভিজ্ঞতা। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

আসমা আজমেরী বলেন, তিনি ছোটবেলায় মায়ের কাছে বিভিন্ন দেশের গল্প শুনে ভ্রমণে উৎসাহিত হন। ২০০৯ সালে গ্র্যাজুয়েশনের পর তিনি দেশ ভ্রমণ শুরু করেন। পরিবার থেকে তাকে দেশভ্রমণের অনুমতির জন্য অনেক বাধা পার হতে হয়। তিনি এখন পর্যন্ত ১১৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি শোনালেন চীন ভ্রমণের মজার অভিজ্ঞতা। চীনে ডাম্পলিং এবং বেইজিং ডাক খেয়ে তার খুব ভালো লেগেছিল। তিনি বললেন চীনের মানুষ খুব আন্তরিক ও বন্ধুবৎসল।

আসমা আজমেরী যে দেশেই গিয়েছেন সেখানেই একটি করে গাছ লাগিয়েছেন। পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তিনি এটি করেন। তিনি বাংলাদেশের পতাকা বহন করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশে। তিনি বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে দেশভ্রমণ করার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে চান বিশ্বের কাছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি রওয়ান হবেন তার লেবানন। সেটি হবে তার ১১৬তম দেশভ্রমণ। 

 

গান

চীনের একজন বিখ্যাত শিল্পী থান ওয়েইওয়েই। তার জন্ম ১৯৮২ সালে সিচুয়ান প্রদেশে। তিনি সুপার গার্ল নামে একটি সংগীত প্রতিযোগিতায় কৃতিত্ব প্রদর্শন করে তুমুল জনপ্রিয়তা পান। এখন শুনবো থান ওয়েইওয়েইর কণ্ঠে একটি গান । গানটির শিরোনাম যদি আমরা আরেকবার জন্ম নেই।

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_2

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_3

 

প্রতিবেদন

স্বপ্নপূরণে বয়স কোন বাধা নয়

 

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_4

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_5

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_6

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_7

স্বপ্নপূরণ ও সৃজনশীলতার পথে বয়স কোন বাধা নয়। কথাটি প্রমাণ করলেন চীনের পোর্সেলিন শিল্পী ইয়ু আরমেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

চীনের চিয়াংসি প্রদেশের শহর চিংদাচেন। এই শহরে রয়েছে একটি পোর্সেলিন প্রাসাদ। প্রাসাদটি বানিয়েছেন মৃৎশিল্পী ইয়ু আরমেই যার বর্তমান বয়স ৯১ বছর।

৮০ বছর বয়সে এই প্রাসাদ নির্মাণ শুরু করেন তিনি। পাঁচ বছর লাগে এটি গড়ে তুলতে। জীবনের সব সঞ্চয় এখানে ব্যয় করেছেন এই প্রবীণ নারী। প্রাসাদ নির্মাণের পর এক দশক ধরে সেটি গড়ে তুলছেন পোর্সেলিনের অনন্য সংগ্রহশালা হিসেবে। তিনি বাস করেন ওই প্রাসাদেই। প্রাসাদটির নকশা থেকে শুরু করে ভিতরের সাজসজ্জা সবই তার করা।

পোর্সেলিন শিল্পে রয়েছে ৭২টি ধারা। ইয়ু আরমেই তার সবকটিতেই পারদর্শী। ৮০ বছর বয়সে তিনি যখন এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন তখন তার ভাই বোনেরা বাধা দেন। তারা মনে করেন এত বৃদ্ধ বয়সে এমন কাজ শুরু করার কোন অর্থ নেই।

ইয়ু বলেন, ‘আমি তাদের বলি, তোমরা ভুল করছো। আমার বয়স আশি নয়, আঠারো।’

চীনের উত্তপূর্বে অবস্থিত চিয়াংসি প্রদেশের চিংদাচেন শহর দেশের ‘পোর্সেলিন রাজধানী’ হিসেবে বিখ্যাত।

এক হাজার বছর ধরে এখানে ঐতিহ্যবাহী চায়নিজ পোর্সেলিনের শিল্পসামগ্রী তৈরি হচ্ছে যা ‘চিংদাচেন পোর্সেলিন’ নামে পরিচিত। এর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। এই পোর্সেলিনের রয়েছে ২০০০ বছরের ইতিহাস ও শিল্প-ঐতিহ্য।

 

পাট থেকে স্যানিটারি ন্যাপকিন বানালেন বাংলাদেশী নারী বিজ্ঞানী

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_8

পাট দিয়ে স্যানিটারি প্যাড ও প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবন করায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা। এ ব্যাপারে বিস্তারিত রয়েছে প্রতিবেদনে

বাংলাদেশের বিজ্ঞানী ফারহানা সুলতানা পরিবেশবান্ধব করার ক্ষেত্রে পাট দিয়ে স্যানিটারি প্যাড ও প্যাড তৈরির মেশিন নিয়ে কাজ করছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের আইসিডিডিআরবি এর সহকারী বিজ্ঞানী ফারহানা সুলতানা।  এই কাজের স্বীকৃতি হিসেবে এই বিজ্ঞানী বাংলাদেশ থেকে প্রথমবারের মতো পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। পাটের সেলুলোজভিত্তিক স্যানিটারি প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবনের প্রস্তাবের জন্য চতুর্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে।  ২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বিচারকও নির্বাচন করা হয়েছে ফারহানাকে। ‘মহামারি মোকাবিলায় স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব হ্রাস করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

ইতিহাসগড়া নারী ক্রিকেট দল

আকাশ ছুঁতে চাই ৫১_fororder_9

সুপ্রিয় শ্রোতা শেষ করছি একটি ভালো খবর দিয়ে। সম্প্রতি জিম্বাবুয়ে থেকে সফল মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্য ছিল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তা সঙ্গে করে নিয়েই দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল নিগার সুলতানা নেতৃত্বাধীন দল। সেখানে প্রথমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই জেতে বাংলাদেশ নারী দল। যা বিশ্বকাপ বাছাইয়ের জন্য দেয় বাড়তি আত্মবিশ্বাস।

গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ওমিক্রনের প্রভাবে বাতিল করে দেওয়া হয় বিশ্বকাপ বাছাইপর্ব। তবে র‌্যাংকিয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।

আগামী বছর নিউজিল্যান্ডে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

উইগুর সংস্কৃতির বিশেষ রেশমী নকশাকে ধরে রাখছেন যিনি এবং  পাট থেকে স্যানিটারি ন্যাপকিন বানালেন বাংলাদেশী নারী বিজ্ঞানী বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

স্বপ্নপূরণে বয়স কোন বাধা নয় এবং  ইতিহাসগড়া নারী ক্রিকেট দল বিষয়ক প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী