“কর পরিশোধের সুযোগ উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে”
2021-12-09 20:25:57

ব্যবসাপাতির ৫১তম পর্বে যা থাকছে:

 

# ‘পুরনো ব্যবস্থায় সংস্কার আনলে কর পরিস্থিতি বদলে যাবে’

# যে কারণে স্বাস্থ্য রক্ষায় চীনে বিপুল জনপ্রিয় মাশরুম

সপ্তাহের সাক্ষাকার:

“একটা পরিবেশে তৈরি করতে হবে। আমি যদি রাষ্ট্রের কাছ থেকে একটা লাইসেন্স পেতে চাই, একটা কাজ পেতে চাই, জমি রেজিস্ট্রি করতে চাই সেখানে যদি রাষ্ট্র জিজ্ঞেস করে যে আমি কর দেই কি না, তাহলে স্বয়ংক্রিয়ভাবে করের আওতার মধ্যে আমি আসবো। রাষ্ট্র যদি কিছুই না বলে, কোন চাপ না দেয়, তাহলে তো টিনও খুলবে না, বা টিন খুললেও কর দেবে না মানুষ। আবার রাষ্ট্র অনেক সময় সুযোগ দেয়, যেমন কালো টাকা সাদা করার সময় বল হয় যে কোন প্রশ্ন করা হবে না। তার মানে কী? তার মনে হলো কর আহরণের ক্ষেত্রে প্রায়োগিক দিক দিয়ে দুর্বলতা আছে।”

- . মোহাম্মদ আব্দুল মজিদ

“কর পরিশোধের সুযোগ উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে”_fororder_jingji1