চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার আওতায় চীনের বিগডেটা শিল্পের লক্ষ্য হলো ৩ ট্রিলিয়ন ইউয়ান
2021-12-09 15:54:03

চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার আওতায় চীনের বিগডেটা শিল্পের লক্ষ্য হলো ৩ ট্রিলিয়ন ইউয়ান_fororder_2021120907330290155

ডিসেম্বর ৯: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার আওতায় বিগডেটা শিল্প উন্নয়নের পরিকল্পনা’ প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে চীনের বিগডেটা শিল্পের আকার হবে- তিন ট্রিলিয়ন ইউয়ানের বেশি। শক্তিশালী নব্যতাপ্রবর্তন, উচ্চ মূল্য সংযোজন ও স্বাধীন নিয়ন্ত্রিত একটি আধুনিক বিগডেটা শিল্প-ব্যবস্থা গড়ে তোলা হবে। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এ বিষয়ে কিছু কথা বলবো।

চীনের তথ্য টেলিযোগাযোগ গবেষণা একাডেমি ও চীনের ডিজিটাল তথ্যশিল্প উন্নয়ন গবেষণা একাডেমি এই পরিকল্পনার ব্যাখ্যা করেছে। বলা হয়েছে, ডিজিটাল শিল্পায়নের সঙ্গে শিল্প খাতের ডিজিটালাইজেশনকে সমর্থন দেওয়া হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজিটালাইজেশনের সঙ্গে ডিজিটাল শিল্পায়ন নেতৃত্ব দেবে। পরিকল্পনায় নতুন পর্যায়ে বিগডেটা শিল্পের উচ্চ মানের উন্নয়ন বিন্যাস করা হয়। সুযোগ অনুযায়ী বিগডেটা শিল্পের উন্নয়ন জোরদার করা হবে।

শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি উন্নয়ন বিভাগের পরিচালক স্যিয়ে শাও ফেং বলেন, ‘চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার’ মেয়াদে উত্পাদন খাত শক্তিশালী করা, ইন্টারনেট খাতের শক্তিশালী দেশ গঠন এবং ডিজিটাল চীন গড়ে তোলার মৌলিক বিষয়। চীনের বিগডেটা শিল্প সমন্বিত উদ্ভাবন, দ্রুত উন্নয়ন, গভীর প্রয়োগ এবং কাঠামোগত উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে। বিগডেটা ভূমি, শ্রম, শক্তি, মূলধন ও প্রযুক্তির পর পঞ্চম উত্পাদনমুখী উপাদানে পরিণত হবে।  বিগডেটার মূল্যায়ন দুইভাবে করা যায়। বিগডেটা হলো ডিজিটাল অর্থনৈতিক যুগের তেল সম্পদ এবং ডিজিটাল অর্থনৈতিক যুগের হীরার খনি।

বিগডেটা শিল্পের উন্নয়নকে উচ্চ-মানের উন্নয়ন জোরদারের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। প্রধানত সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার এগিয়ে নিতে হবে। শিল্প উন্নয়ন জোরদারের ভিত্তিতে বিগডেটার উচ্চ মান, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, অবকাঠামোগত যোগ্যতা এবং দক্ষ শিল্প  উন্নয়ন জোরদার করতে হবে।

চীনের ডিজিটাল তথ্যশিল্প উন্নয়ন গবেষণা একাডেমির প্রধান চাং লি বলেন, চীনের বিগডেটা শিল্পে নতুন সুযোগ সৃষ্ট হবে। বিগডেটা শিল্পের উচ্চ মানের উন্নয়ন জোরদার করতে হবে। আমাদের সুবিধা বাড়াতে হবে এবং চালিকাশক্তিতে উন্নত করতে হবে। উন্নয়নের কেন্দ্রীয় সুবিধা দিয়ে বিগডেটার মূল্য বাড়াতে হবে। বিগডেটা শিল্পের আধুনিকায়ন জোরদার করতে হবে। এ ছাড়া শিল্প খাতে প্রাকৃতিক ব্যবস্থার সমন্বয় করতে হবে।

চীনের তথ্য ও টেলিযোগাযোগ গবেষণা একাডেমির প্রধান ইউ স্যিয়াও হুই বলেন, প্রযুক্তির নব্যতাপ্রবর্তন, পণ্যের সেবা, মৌলিক ব্যবস্থা ও ডেটা নিরাপত্তা হলো বিগডেটা শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ কারণ। বিগডেটা শিল্পের প্রতিভাবান ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিতে হবে। পণ্য ও সেবার আর্থিক সমর্থন বাড়াতে হবে। বুদ্ধিমত্তাসম্পন্ন সেবা ও ব্যবস্থাপনা একীকরণ বাড়াতে হবে। অবকাঠামো-ব্যবস্থা উন্নত করতে হবে। শিল্পখাতের ওয়েবসাইট, ডেটা একত্রীকরণ, ৫জি ও গিগাবিট ফাইবারের নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ.আই.-ভিত্তিক ওয়েবসাইট এবং যানবাহনে ইন্টারনেটের ব্যবহার জোরদার করতে হেব। বিগডেটা শিল্পে সামগ্রিক সমন্বয় ও বিন্যাস জোরদার করতে হবে। এ ছাড়া ডেটা নিরাপত্তা নিশ্চিত করা ও ডিজিটাল অর্থনীতি নিরাপত্তার জন্য একটি ফায়ারওয়াল তৈরি করতে হবে; যাতে চীনা ডেটার নিরাপত্তার রক্ষা করা যায়।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)