চিয়াং মেই ছি
2021-12-09 10:13:57

চিয়াং মেই ছি_fororder_src=http___img6.cache.netease.com_photo_0003_2014-11-26_ABVAPKDR00B60003&refer=http___img6.cache.netease

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চিয়াং মেই ছি। তার কণ্ঠ খুব সুন্দর আর প্রেমের গানগুলো অনেক জনপ্রিয়, তাইওয়ানে তাকে ‘প্রেমের গানের রানী’ বলা হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে চিয়াং মেই ছি’র কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার খুব জনপ্রিয় একটি গান ‘ভাবছি’।গান ১

চিয়াং মেই ছি ১৯৮০ সালে তাইওয়ানের থাওইউয়ান জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন না হলেও তার চমত্কার পারফর্ম্যন্স একজন সংগীত প্রযোজকের নজর কাড়ে। তার সুপারিশে চিয়াং মেই ছি ওয়েইচিং সংগীত কোম্পানিতে যোগ দেন এবং পেশাদার গায়িকা হন। পরের বছর তিনি তার প্রথম ‘আমি ওয়াং ফেইকে ভালোবাসি’ প্রকাশ করেন। সেই সময় ওয়াং ফেই চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী গায়িকা ছিলেন। হংকংয়ের গায়িকা হলেও তার গানগুলো তাইওয়ান ও চীনের মূলভূখণ্ডে এমনকি দক্ষিণ-পূর্ণ এশিয়ায় বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন চিয়াং মেই ছির একটি সুন্দর গান ‘কাঁদবে না’।গান ২

২০০১ সালে তিনি অ্যালবাম ‘ভাবছি’ প্রকাশ করেন। অ্যালবামের গান ‘তুমি কেন আমার কাছে থাকো না’ অনেক জনপ্রিয়তা পায়। গানটি একটি প্রেমের গান, চিয়াং মেই ছির সুন্দর কণ্ঠে সুন্দরভাবে প্রিয় মানুষকে মিস করার অনুভূতি প্রকাশিত হয়। গানটির মাধ্যমে চিয়াং মেই ছির নাম সবার কাছে পরিচিত হয়। গানটি পরে তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন চিয়াং মেই ছির এই সুন্দর গান ‘তুমি কেন আমার কাছে থাকো না’।গান ৩

২০০২ সাল থেকে চিয়াং মেই ছি বিভিন্ন টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য গান গাওয়া শুরু করেন এবং খুব জনপ্রিয় হন। বন্ধুরা, এখন চিয়াং মেই ছি’র একটি সুন্দর গান ‘আবার ভালো হবে’। গানটি হংকংয়ের জনপ্রিয় টিভি নাটক ‘অতীতে ফিরে যাওয়ার’ প্রধান গান। গানটি খুব কোমল প্রেমের গান, গানের কথাগুলো অনেকটা এমন। যারা প্রেমে পেড়েছে তারা বুঝতে পারে যে, কখনও কখনও যত বেশি ভুলে যেতে চাই, তত বেশি মনে পড়ে। যেসব গান তোমার সঙ্গে শুনেছি, যেসব বই তোমার সঙ্গে পড়েছি, সেসব সবসময়ে আমার মনে পড়ে। আমদের একে অপরকে হারানোর অনেক ভয়। তাই আমরা শক্ত করে আলিঙ্গন করি।গান ৪

২০০৩ সালে চিয়াং মেই ছিন অ্যালবাম ‘মেলোডি’ প্রকাশ করেন। এই অ্যালবামও বেশ জনপ্রিয়তা পায়। তিনি এই অ্যালবামের জন্য সে বছর চীনের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পান এবং সিঙ্গাপুরের সংগীত অ্যাওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন সেই অ্যালবামে চিয়াং মেই ছি’র একটি সুন্দর গান ‘সুখী’।গান ৫

গান গাওয়া ছাড়া ২০০৪ সাল থেকে চিয়াং মেই ছি চীনের বিখ্যাত সংগীত শিল্পী ছাই ছিনের সুপারিশে মিউজিক ভিডিওতে অভিনয় করা শুরু করেন এবং প্রশংসা পান। ২০০৬ সালে তিনি নতুন অ্যালবাম ‘কাঁদা’ প্রকাশ করেন। এতে তিনি প্রথমবারের মতো নিজে গান রচনা করেন। বন্ধুরা, এখন চিয়াং মেই ছির গান ‘কাঁদা’ শুনুন।গান ৬

এখনও চিয়াং মেই ছি নতুন গান রচনা করছেন এবং তার গানগুলো জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চিয়াং মেই ছির আরেকটি সুন্দর গান ‘আমার মন সমুদ্রের মতো’ শুনবো, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন।