মেই ইয়ান ফাং
2021-12-08 16:19:25

মেই ইয়ান ফাং ১৯৬৩ সালের ১০ অক্টোবর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। মূল-ভূভাগের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হোপু তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী এবং হংকং পারফর্মিং আর্টিস্ট গিল্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম নারী প্রধান। মারা যাবার পর ‘হংকংয়ের মেয়ে’ বলে বেশ পরিচিত পান তিনি।

মেই ইয়ান ফাং_fororder_u=2048417208,3784040645&fm=26&fmt=auto

১৯৮২ সালে তিনি প্রথম নতুন সংগীত প্রতিভা প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। তারপর তিনি ‘ক্যাপিটাল আর্টিস্ট’ রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে প্রথম অ্যালবাম ‘হৃদয়ের ঋণ’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। 

মেই ইয়ান ফাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180922_addaed220a514992a6e8f25986aec94d.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

‘সূর্যাস্তের গান’ মেই ইয়ান ফাং ১৯৮৯ সালের অগাস্ট মাসে প্রকাশিত অ্যালবাম ‘ইন ব্রাসিল’-এ অন্তর্ভূক্ত হয়। গানটি পাশাপাশি ‘একটি ভাল আগামীকাল ৩’ চলচ্চিত্রের থিম সং। একই বছর গানটি জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় সেরা ১০টি গোল্ডেন গান পুরস্কার জিতে। এটি মেই ইয়ান ফাংয়ের সবচেয়ে পছন্দের গান। ১৯৮৩ সালে তাঁর অ্যালবাম ‘লাল মেই ইয়ান ফিং’য়ে অন্তর্ভূক্ত গান ‘লাল সন্দেহ’ জনপ্রিয় হয়ে ওঠে। গানটি আসলে জাপানি গায়িকা ইয়ামাগুচি মোমো’র একটি গান। ‘লাল মেই ইয়ান ফিং’ পাশাপাশি মেই ইয়ান ফাংয়ে প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম।

মেই ইয়ান ফাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_q_70,c_zoom,w_640_images_20180728_8e7e64b6c9094d5a8189a24631b0cd6a.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মেই ইয়ান ফাং প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। একে একে মোট ১৫টি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেছিলেন তিনি। তখন হংকংয়ে গায়কের প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের সংখ্যা রেকর্ড সৃষ্টি করে। একই সময় তাঁর ‘খারাপ মেয়ে’ অ্যালবামটি প্রকাশিত হবার প্রথম সপ্তাহে ৪ লাখ বিক্রয় হয় এবং মোট ৭ লাখ ২০ হাজার কপি বিক্রি হয়ে হংকংয়ে একক অ্যালবাম বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। 

মেই ইয়ান ফাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20171106_694fd7074c1d48829428d5418341191d.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

 ‘প্রিয়’ মেই ইয়ান ফাংয়ের জনপ্রিয় গানগুলির অন্যতম। গানটি তাঁর ১৯৯১ সালে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। পাশাপাশি একটি চলচ্চিত্রের শেষ গান এটি। আসলে এটি বিখ্যাত সঙ্গীত প্রযোজক সিয়াও ছোং কর্তৃক মেই ইয়ান ফাং ও তাঁর ছেলে বন্ধুর জন্য সৃষ্টি একটি গান। বলা যায়, তাঁদের ভালোবাসার গান। 

মেই ইয়ান ফাং_fororder_b7003af33a87e950e7a547111b385343fbf2b419

‘জীবনে তোমাকে হাজার বার ভালবাসি’ গানটি মেই ইয়ান ফাং ১৯৯৭ সালে প্রকাশিত ‘নারী ফুল’ নামে অ্যালবামের একটি গান। অ্যালবামের শিরোনাম সংগীত ‘নারী ফুল’ তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলির অন্যতম। (প্রেমা/এনাম)