‘অপেক্ষা করছি’
2021-12-08 12:41:36

‘অপেক্ষা করছি’_fororder_li

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি হুই চেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

লি হুই চেন, ১৯৭৬ সালের ৫ মার্চ চীনের চ্যচিয়াং প্রদেশের ওয়েন চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৯৮ সালে লি হুই চেনের প্রথম অ্যালবাম ‘অপেক্ষা করছি’ প্রকাশিত হয়।

 

২০০০ সালে লি হুই চেন শারীরিক সমস্যার কারণে সংগীত মহল ছেড়ে চলে যান। ২০০৬ সালে তিনি আবারও সংগীত মহলে ফিরে আসেন এবং অ্যালবাম ‘লি হুই চেনকে খোঁজা’ প্রকাশ করেন।  ২০০৮ সালে লি হুই চেন বেইজিংয়ে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেছেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি হুই চেনের গান ‘অপেক্ষা করছি’। গানের কথাগুলো এমন: কিছু অর্জন করলে আমি হাসি। ভালোবাসার কথা বলি। ঠিক যেন তুমি আমার কাছে এসেছো। যেন বসন্তকালে আছি আমি। কিছু হারালে আমি কাঁদি। আগের সব সুন্দর অনুভূতি, চলে যায়। অপেক্ষা করছি, ভবিষ্যতের অপেক্ষা করছি। চমত্কার জীবন অর্জন করেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি হুই চেনের গান ‘তোমার নাম কি’। গানের কথাগুলো এমন: ভালোবাসা সবসময় যুক্তিযুক্ত হবে না। ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না। সুখ হলো প্রিয় কাজ করা। তোমার নাম কি, জানার দরকার নেই। এখন কোন শহরে থাকো, জীবনকে কবিতার মতো করো। তোমার নাম কি, তা জানার দরকার নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন লি হুই চেনের কণ্ঠে ‘অভ্যাস’ নামের গানটি। গানের কথায় বলা হয়: ভালোবাসা চাঁদের মতো, এত সুন্দর আলো রেখে যায়। বাসায় ফিরতে চাই না, একাই সূর্যের অপেক্ষা করি। আমি তোমার অভ্যাসে অভ্যস্ত হয়েছি। আমি তোমার উষ্ণতায় অভ্যস্ত হয়েছি। ভালোবাসায় অভ্যাস হয়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লি হুই চেনের গান ‘লি হুই চেনকে খোঁজা’। গানের কথায় বলা হয়: ছবিতে সে, ছোট চুল, হাসি মুখ, দৃষ্টিতে কোনো জটিলতা নেই। যেন পুতুলের মতো। স্মৃতিতে ছোটবেলায় বাসা থেকে চলে গেছে। তার হাসি দূরত্বকে কমিয়ে দিয়েছে। আবার রওনা হই, তবে আর তাকে খুঁজে পাবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি হুই চেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)