তুষার ও বরফ ক্রীড়ার সঙ্গে জড়িত বিশেষ শিশুদের গল্প
2021-12-08 14:17:01

 

তুষার ও বরফ ক্রীড়ার সঙ্গে জড়িত বিশেষ শিশুদের গল্প_fororder_微信图片_20211125090848

আপনাদের অনেকেই জানেন, আগামি বছরের ফেব্রুয়ারিতে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস। তবে খুব কম মানুষই মনে হয় প্রতিবন্ধী শীতকালীন অলিম্পিক গেমসের কথা শুনেছেন। আসলে শীতকালীন অলিম্পিক গেমসের পর ৪ মার্চ অনুষ্ঠিত হবে ২০২২ প্রতিবন্ধী শীতকালীন অলিম্পিক গেমস। তুষার ও বরফ ক্রীড়ার এই আসরে অংশগ্রহণ করবেন পেশাদার ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন কিছু শিশু, যাদেরকে আমরা প্রতিবন্ধী হিসেবে চিনি।

হ্যনান প্রদেশের লুও ইয়াং শহরের লুয়ান ছুয়ান জেলার একটি বিশেষ স্কুলে বাস করে ১০৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী। স্কুলের প্রধান উ ইং চুন জানান, স্কুলে রয়েছে বধির, সেরিব্রাল পলসি, অটিজম, ডাউন সিনড্রোমসহ নানা জটিলতায় আক্রান্ত কিছু প্রতিবন্ধী শিশু। ২০১৯ সালে স্কুলটির শিশুরা তুষার ও বরফ ক্রীড়া শুরু করে। ফলে মধ্য চীনের হ্যনান প্রদেশের এক পাহাড়ে অবস্থিত এই স্কুলের শিশুদের ভাগ্যও পরিবর্তন হয়েছে।

২০১৫ সালে বেইজিং ২০২২ শীতকালীন  অলিম্পিক গেমস ও শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করে। এ খবরটি পাহাড়ি লুয়ান ছুয়ান জেলায় ছড়িয়ে পড়ে। উ ইউং চুন শুনেন যে, চীনা প্রতিবন্ধী কমিটি ২০১৯ সালে হেই লং চিয়াং প্রদেশে আয়োজন করছে বিশেষ অলিম্পিক গেমস-সংক্রান্ত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। তখন তিনি একে তার স্কুলের শিশুদের জন্য এটা সুযোগ বলে মনে করেন। তাই তিনি শিশুদের পাহাড়ের বাইরে নিয়ে গিয়ে এতে যোগদান করাতে চান। কঠিন হলেও তিনি এমন সুযোগ হারাতে  চান না। তাই তিনি স্কুলের ২২ জন শিশুর জন্য নিবন্ধন করেন। তবে এর আগে হ্যনান প্রদেশে কেউ-ই জাতীয় বিশেষ অলিম্পিক গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। আর এই স্কুলের কেউ আগে তুষার ও বরফ ক্রীড়াও করেনি। এমতাবস্থায়  প্রায় ৬০ বছর বয়সী স্কুলের উপপ্রধান ওয়ান ছিং ইয়াকে অস্থায়ী কোচ হিসেবে নির্বাচিত করা হয়।

তিনি বলেন, অনেকে বলতে থাকেন, আপনি নিজেও যেহেতু কখনো স্কি দেখেন নি, কীভাবে আপনি শিশুদের নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন? তিনি উত্তর দেন, আমি ভিডিওতে অনেক বার দেখেছি। স্কুল ও শিক্ষা বিভাগ ও প্রতিবন্ধী কমিটির সমন্বয়ে একদিন পেশাদার স্কি কোচ স্কুলে আসেন, তার নাম উ ফেই। উ ফেই বলেন, আমি একটি ফোন পেয়েছি এবং জানতে পেরেছি আমাকে কিছু শিশুকে প্রশিক্ষণ দিতে হবে। তবে সমস্যা হলো এরা  সাধারণ শিশু নয়, তাই স্বাভাবিকভাবে আমি তাদের সঙ্গে কথা বলতে পারব না। শুরুতে তিনি অনেক বার ট্রাই করেন, তবে শিশুদের সঙ্গে কথা বলতে ব্যর্থ হন। তিনি এক পর্যায়ে প্রশিক্ষণ পরিত্যাগ করার কথা ভাবেন। ঠিক এমন সময় স্কুলের শিক্ষক তাকে শিশুদের সাথে কথা বলার কৌশল শিখান।

স্কুলের উপপ্রধান ওয়ান ছিং ইয়া বলেন, শুধু কথা বলে শিশুদেরকে বুঝিয়ে দেয়া অসম্ভব। তাদেরকে বাস্তবে দেখাতে হয়। কারণ তারা খুব দ্রুত অনুকরণ করতে পারে। ভালবাসা ও ধৈর্য নিয়ে এ কাজ করতে হয়, এটা আমার অভিজ্ঞতা। তাই ১০ বার না হলে কোচ ২০ বার তাদেরকে স্কি অ্যাকশন দেখান।

কিছু দিন শারীরিক এবং মানসিক ভারসাম্যের প্রশিক্ষণের পর শিশুরা আসল স্কি মাঠে দাঁড়ায়। চাং চিয়া ই স্কি পছন্দ করে এবং সহপাঠীদের মধ্যে  সে খুব ভাল স্কি খেলতে পারে।

কোচ উ ফেই বলেন, যেভাবে সাধারণ শিশুদের প্রশিক্ষণ দিতে হয় তিনি সেভাবেই তাদেরকেও প্রশিক্ষণ দেন। কারণ তারা দৈহিকভাবে প্রতিবন্ধী হলেও  নিজেদের দক্ষতা প্রমাণ করতে চায়। তারাও স্বাভাবিক শিশুদের মতো তাদের পছন্দের বিষয়টি অর্জনে প্রচেষ্টা চালায়। তদের হৃদয় খুব সরল। একটি কাজ করা শুরু করলে, আমি সন্তুষ্ট হওয়া পর্যন্ত তারা থামে না। যদি আমরা এমন শিশুদের উপর আস্থ রাখি, তাহলে তারাও আমাদেরকে বিশ্বাস করবে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে লুয়ান ছুয়ান জেলার শিশুরা পাহাড়ের বাইরে গিয়ে হ্যলংচিয়াং প্রদেশের ছিছিহার শহরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে উত্তর চীনের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি শিশুরা। সবচেয়ে মোটা পোশাক পরলেও তারা অসুস্থ হয়ে যেতো।

লুও চিয়া ইউয়ান নামের এক শিশুর মা জানান, তখন তার সন্তানের জ্বর হয়েছিল এবং তিনি ও তার বাবা ভেবেছিলেন, যদি পরিবর্তী দিনের প্রতিযোগিতায় বাচ্চার জ্বর হয়, তাহলে তাকে খেলা পরিত্যাগ করাতে রাজি করাবেন। তবে ছেলেটি প্রতিযোগিতায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে। সাহস করে চেষ্টা করা হলো প্রতিযোগিতার থিম। এতে অংশগ্রহণকারী প্রতিটি শিশুও সত্যিকারের যোদ্ধা। অবশেষে অসুস্থ হলেও লুও চিয়া ইউয়ান ম্যান আন্তঃদেশীয় স্কিইংয়ে রৌপ্য পদক অর্জন করে।

তার মা বলেন, তখন আমি চিন্তা করছিলাম, পদক বিতরণ অনুষ্ঠানে কীভাবে তাকে নিয়ে যাই। তবে সে তার নাম শুনে নিজেই মঞ্চে চলে যায়। তার চোখে আমি দেখি আলো আর গর্বের আভা। তার মুখে ফুটে ওঠে আনন্দ।

২০২০ সালের ডিসেম্বর মাসে লুয়ান ছুয়ান জেলার শিশুরা আবার চিলিন প্রদেশের ছাং ছুন শহরে জাতীয় তুষার ও বরফ ক্রীড়া বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও প্রাধমিক স্কুলের আন্তঃদেশীয় স্কি প্রতিযোগিতায় অংশ নেয়। তারা ছিল ৬৮টি দলের মধ্যে একমাত্র প্রতিবন্ধী দল। তবে সেবার তারা সাধারণ শিশুদের সঙ্গে প্রতিযোগিতা করে। অবশেষে তারা ৪x১০০ মিটির রেলিতে চতুর্থ স্থান অর্জন করে এবং অন্য ৫টি প্রতিযোগিতায় প্রথম ৮ জনের তালিকায় নাম লেখায়।

স্কুলের প্রধান উ ইউং চুন বলেন, শিশুরা করতালি, চিয়ার্স বা উত্সাহের কণ্ঠ শুনতে পায় না, তবে তারা বুঝে সাহস ও ইচ্ছাশক্তি নিয়ে প্রতিযোগিতায় ভালো করা যায়।

অটিস্টিক শিশুরা সাধারণত কথা বলতে পছন্দ করে না। তবে একজন শিশু পুরস্কার অর্জনের পর আকস্মিকভাবে বলল, সে একটি গান গাইতে চায়। সে হয়ত ভাল গায়ক নয়, তবে তার কণ্ঠ শুনে সবাই আবেগে আপ্লুত এবং খুশি হয়। গেল কয়েক বছরের প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, স্কুলের ৫ শিক্ষার্থী চীনের পক্ষ থেকে ২০২২ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ১২তম বিশ্ব শীতকালীন বিশেষ অলিম্পিক গেমসে অংশ নেবে। এভাবেই পাহাড়ের ভেতরে শিশুদের তুষার ও বরফের স্বপ্নও লালিত হচ্ছে। ক্রীড়ার মাধ্যমে শিশুরা আরও আত্নবিশ্বাস ও শক্তিশালী হয়ে উঠছে। তারা এখন শুধু পাহাড়ের বাইরে নয়, চীনের বাইরেও যাচ্ছে।

গেল কয়েক বছরে স্কুলের ১০৭ জন শিশুর মধ্যে ৩০ জনের বেশি শিশু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৬০টির বেশি পদক অর্জন করেছে। আশা করা যায়, সাহাসী এই শিশুদের মনে চিরকাল থাকবে স্বপ্ন এবং চোখে থাকবে আলো। (শিশির/এনাম/রুবি)