সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটির যৌথ উদ্যোগে ২০২০ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের খেলোয়াড়দের খাদ্যতালিকা প্রকাশিত হয়েছে। মোট ৬৭৮টি বৈশিষ্ট্যময় খাবারের মধ্যে প্রতিদিন প্রায় ২০০টি খাবার সরবরাহ করা হয়। প্রতি ৮ দিন পর আবার খাদ্য তালিকাটি চক্রাকারে ফিরে আসে। এসব খাবারের মধ্যে কি কি আছে? খাবারের কি কি বৈশিষ্ট্য আছে? কে এই খাদ্যতালিকা তৈরি করেছে? মহামারীর প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপদ খাওয়া কীভাবে নিশ্চিত করা হয়?।