সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। চলতি বছর চীনের আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান সম্প্রচারের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব রেজাউল করিম বেলাল। তিনি আমাদের বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। তিনি বাংলাদেশের সবচেয়ে পুরাতন শ্রোতা সংঘ-বাংলাদেশের সিআরআই লিসেনাস ক্লাবের চেয়ারম্যান। চীনের বাংলা ভাষার অনুষ্ঠানের পরিবর্তন তাঁর চোখে কেমন লেগেছে? চীনের সঙ্গে তাঁর গল্প কী কী? শুনুন আজকের অনুষ্ঠান। (স্বর্ণা/আলিম/ছাই)