শীতকাল এসেছে। শীতে সবার জন্য চাই গরম কাপড়। কিন্তু কোনো কোনো কম উন্নত গ্রামের মানুষের পর্যাপ্ত গরম কাপড় থাকে না। বিশেষ করে, শিশু ও প্রবীণরা এসময় কষ্ট পান, যদি না পর্যাপ্ত শীতের কাপড়ের সংস্থান হয়।
এমন গরীবদের কথা বিবেচনায় রেখে, সামর্থ্যবানদের অনেকেই আজকাল নিজেদের পুরাতন পোশাক দান করেন। এ ছাড়া, চীনে অনেক দাতব্য সংস্থা রয়েছে, যারা পুরানো কাপড় দান করার জন্য সবাইকে সংগঠিত করে এবং আহবান জানায়।
শহরগুলোতে আজকাল প্রায় সব কমিউনিটিতে রাস্তার পাশে বড় সবুজ বাক্স দেখা যায়। এসব বাক্স অনেকদা দানবাস্কের মতো। তবে, এসব বাক্সে কেউ টাকা-পয়সা ফেলে না, রাখে পুরাতন কাপড়-চোপড়। আর সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত এসে কাপড় সংগ্রহ করেন এবং মানুষকে দান করেন।
আজ আমি একটি গল্প শেয়ার করতে চাই। এটা পাবলিক বাসের ‘মোবাইল ওয়ারড্রোব’ হয়ে ওঠার গল্প।
‘মোবাইল ওয়ারড্রোব’ কী? ‘মোবাইল ওয়ারড্রোব’ পাবলিক বাসের সঙ্গে কী সম্পর্ক আছে? আসুন গল্পটা শুনি।
চীনের হ্যনান প্রদেশের ঝেংচৌ শহরে একটি বাস রুট আছে, ঝেংচৌ বাস এস-১৫৭। বাস-রুটের প্রধান ছেন ইয়েন চুন খেয়াল করলেন যে, বাসে অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকরা ওঠেন, যাদের গায়ে পর্যাপ্ত শীতের কাপড় নেই। তাদের দেখে প্রধান ছেন তাদের জন্য কিছু করার চিন্তা করলেন।
শুরুতে প্রধান ছেন গরীব যাত্রীদের মধ্যে গরম জল ও ইনস্ট্যান্ড নুডুলস বিলি করতে লাগলেন। কিন্তু আবহাওয়া ক্রমশ ঠান্ডা হচ্ছিল।ছেন তখন গরীব যাত্রীদের কিছু গরম কাপড় দিতে চাইলেন। তিনি সামর্থ্যবানদের প্রতি পুরাতন কাপড় দান করার আহবান জানালেন। মাত্র ৩ দিনের মধ্যে ৫ শতাধিক কাপড় সংগ্রহ করা ছে। এভাবে বাস একটি ‘মোবাইল ওয়ারড্রোব’-এর পরিণত হয় যেন।
২৯ নভেম্বর সকাল ৬টা। একটি ‘মোবাইল ওয়ারড্রোব’ বাসে শীতকালের কাপড় ঝুলানো হয়েছে। তা ছাড়া বই, গরম জলসহ অন্যান্য জিনিসপত্রও আছে। ঝেংচৌ পাবলিক ট্রান্সপোর্ট দ্বিতীয় কোম্পানির প্রধান ছেন ইয়েন চুন বলেন, তারা বাসের স্বাভাবিক কার্যক্রমকে প্রভাবিত না-করে প্রতিদিন প্রথম বাস ছাড়ার আগে, বাস এমন একটি জায়গায় চালান যেখানে অন্য প্রদেশ থেকে আমা শ্রমিকদের সংখ্যা বেশি। সেখানে এই গরীব লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
গরীব যাত্রীদের বেশিরভাগের শরীরেই পর্যাপ্ত কাপড় থাকে না। তাদের কাছে একটি পুরাতন গরম কাপড় যেন শীতের উষ্ণতা। গত এক মাস ধরে ‘মোবাইল ওয়ারড্রোব’ চলছে। বহু হৃদয়বান লোক ও সংস্থা এই প্রকল্পের সঙ্গে নিজেদের যুক্ত করেছে।
বাসগুলো নগর উন্নয়ন এবং নির্মাণে গুরুত্বপূর্ণ অংশগ্রহণহারী। শহরের উষ্ণতার প্রতিফলন ঘটাচ্ছে বাসগুলো। বাসের উদ্যোগ ছোট ছোট, কিন্তু সেসব উদ্যোগে মিশে আছে মানুষের হৃদয়ের উষ্ণতা। (জিনিয়া/আলিম/শুয়েই)