‘আমি তোমাকে ভালোবাসি, চীন’
2021-12-03 16:09:20

‘আমি তোমাকে ভালোবাসি, চীন’_fororder_yin

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন সিউ মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইন সিউ মেন ১৯৫৬ সালের জানুয়ারি মাসে চীনের উত্তর-পূর্ব চীনের হেই লুং চিয়াং প্রদেশের হ্যকাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের প্রথম শ্রেণীর অভিনেতা, চীনের জাতীয় গণকংগ্রেসের সদস্য, চীনের যুব যৌথ কমিশনের সদস্য, চীনের নারী ফেডারেশনের সদস্য, চীনের গীতিকার সমিতির সদস্য এবং চীনের সাহিত্য ও শিল্প কমিশনের সদস্য। ১৯৮৩ সালে তিনি চীনের সেন্ট্রাল কনসারভেটরি অব মিউজিক-এর অপেরা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

শ্রোতাবন্ধুরা, ইন সিউ মেই খুব সাধারণ এক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে তিনি জন্মস্থান হ্যকাং শহরের শিল্পদলের একজন অভিনেত্রী হন। দলে গান গাওয়া ছাড়া তিনি ব্যালে নাচতেন। কয়েক বছর পর শিল্প ক্ষেত্রে তাঁর অনেক প্রতিভা দেখে তাকে হেই লুং চিয়াং প্রদেশের নৃত্যগীতি দলে ভর্তি করে দেওয়া হয় এবং তিনি একজন গায়িকা হিসেবে সফল হন।

‘আমি তোমাকে ভালোবাসি, চীন’_fororder_yin2

বন্ধুরা, এখন শুনুন ইন সিউ মেই-এর গান ‘দূর থেকে আসা অতিথি, এখানে থাকো’। গানের কথাগুলো এমন: রাস্তার পাশের ফুল ফুটছে, ফুটছে। মানুষ গাছের ফল তোলার অপেক্ষা করছে, করছে। রাস্তার পাশের ফুল ফুটছে, ফুটছে। মানুষ গাছের ফল তোলার অপেক্ষা করছে, করছে। দূর থেকে আসা অতিথি, এখানে থাকো, এখানে থাকো।

আচ্ছা,  শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন ইন সিউ মেই-এর গান ‘আমি তোমাকে ভালোবাসি, চীন’। গানের কথায় বলা হয়: ছোট পাখি আকাশে উড়ে যায়। আমি তোমাকে ভালোবাসি, চীন। আমি তোমার বসন্তের ধানকে ভালোবাসি, আমি তোমার শরত্কালের ফসলকে ভালোবাসি, আমি তোমার পাইন গাছের মত চরিত্র ভালোবাসি, আমি সবচেয়ে সুন্দর গান তোমার জন্য গাইতে যাচ্ছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ইন সিউ মেই-এর গান ‘আমি ও আমার মাতৃভূমি’। গানের কথাগুলো এমন: আমি ও আমার মাতৃভূমি, মুহূর্তের জন্যও বিচ্ছিন্ন হয়ো না। যেখানে যাই হোক না কেন, আমি তোমার জন্য গাইবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এখন আপনাদের শোনাতে যাচ্ছি ইন সিউ মেই-এর আরেকটি গান, গানের নাম ‘ইয়াংসি নদীর গান’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, শেষ করার আগে আপনাদের চাং হান ইয়ুনের আরেকটি গান শোনাতে চাই। এর নাম ‘সবচেয়ে মিস করা ঋতু’। বন্ধুরা, আপনার প্রিয় ঋতু কোনটি? এই সুন্দর গানের সঙ্গে আমরা উপভোগ করবো প্রকৃতির সৌন্দর্য।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন সিউ মেই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)