“সহযোগিতা পেলে বিদেশী এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো”
2021-12-03 18:33:50

ব্যবসাপাতির ৫০তম পর্বে যা থাকছে:

# নীতি সহায়তা পেলে দ্রুত ঘুরে দাঁড়াবে আকাশ পরিবহন খাত

# কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় আসছে ট্রাফিক সিস্টেম

সপ্তাহের সাক্ষাৎকার:

“আকাশপথ বন্ধ হয়ে গেলে সব খাতেই নেতিবাচক প্রভাব পড়ে। গেল দেড় বছর আকাশ পথ বন্ধ থাকায় প্রত্যেকটা ব্যবসায়ই থমকে ছিলো। কেবল এই শিল্প নয়, এভিয়েশনের সঙ্গে দেশের পর্যটনখাতের প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি জড়িত। এক্ষেত্রে সরকারকে অগ্রাধীকার ভিত্তিতে এগিয়ে আসা উচিত। আমাদের বরাবরই দাবি, চার্জগুলো কমানো হোক, জ্বালানী তেলের দাম একটা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হোক। প্রয়োজনীয় সুবিধা এয়ারলাইন্সগুলোকে দিলে নিঃসন্দেহে বিদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশী সংস্থাগুলো প্রতিযোগিতা করতে পারবে। বর্তমানে আন্তর্জাতিক এভিয়েশন বাজারের ৭০ শতাংশ বিদেশী প্রতিষ্ঠানগুলো আর ৩০ শতাংশ বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে। এই চার্জ কমানো ও জ্বালানী তেলের দাম যৌক্তিক পর্যায়ে রাখলে বাংলাদেশের ক্যারিয়ারগুলো আরো বেশি মার্কেট শেয়ার নিতে পারবে। ”

- মো. কামরুল ইসলাম

“সহযোগিতা পেলে বিদেশী এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো”_fororder_jingji8