ডিসেম্বর ২: ‘আদিবাসীদের জন্য থ্যাঙ্কসগিভিং একটি শোকের দিন’। আদিবাসী মার্কিন নারী কেইশা জেমস এ কথা বলেন। এদিন নিউ ইংল্যান্ডের নেটিভ আমেরিকান উপজাতির সদস্যরা একটি সমাবেশ করে। যুক্তরাষ্ট্র কর্তৃক ‘লক্ষ লক্ষ আদিবাসীকে হত্যা, তাদের ভূমি লুণ্ঠন এবং তাদের সাংস্কৃতিক অধিকার লঙ্ঘনের’ অপরাধ তারা স্মরণ করেন। আর এদিন থ্যাঙ্কসগিভিং ডেতে শ্বেতাঙ্গ আমেরিকানরা তাদের জীবন রক্ষার জন্য আদিবাসীদের ধন্যবাদ জানায়, যা বেশ হাস্যকর।
যে মার্কিন রাজীতিক তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করবেন, তিনি মার্কিন আদিবাসীদের কথা শুনেও না-শোনার ভান করছেন। যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে নিজের ‘গণহত্যা সমস্যা’ সমাধান করা এবং তারপর তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করা।
‘নিউইয়র্ক টাইমস’-এর খবরে বলা হয়, আমেরিকান আদিবাসীদের ওপর নির্যাতন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়।
গণতন্ত্র হলো সমস্ত মানবজাতির অভিন্ন মূল্যবোধ। কোনো দেশ একতরফাভাবে গণতন্ত্রের মানদন্ড ঠিক করতে পারে না। যুক্তরাষ্ট্রের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। (ছাই/আলিম)