মেং থিংওয়েই
2021-12-02 14:46:16

মেং থিংওয়েই-এর আসল নাম হল ছেন সিউমেই।  তিনি ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়োং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

 

১৯৮৯ সালে তিনি সুজুকি মোটরসাইকেলের বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। একই বছর তিনি তাঁর প্রথম গান ‘খবর ক্যাম্পাসে খুব দ্রুত ছড়ায়’ প্রকাশ করেন।

মেং থিংওয়েই_fororder_src=http___www.51wendang.com_pic_34585e09067d692a934ec586_1-810-jpg_6-1080-0-0-1080&refer=http___www.51wendang

১৯৯০ সালে মেং থিংওয়েই অন্য কয়েকজন কণ্ঠশিল্পীর সঙ্গে মিলে একটি টিভি নাটকের জন্য থিম সং রেকর্ড করার পাশাপাশি গানটির এমভি বের করেন। সে বছরের মে মাসে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘আসলে আমি কিছুটা যত্নহীন’ প্রকাশ করেন। একই সময় তিনি ‘বিস্কুট মেয়ে’র নাম পান। নভেম্বর মাসে তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘বড় হওয়া’ প্রকাশ করেন। ১৯৯১ সালের সেপ্টেম্বর মাসে তিনি তৃতীয় অ্যালবাম ‘দেখো দেখো চাঁদের মুখ’ প্রকাশ করেন। তাইওয়ানে অ্যালবামটির বিক্রির পরিমাণ ৫ লাখ ছাড়িয়ে যায়। এশিয়াতে তা বিক্রি হয় ৫০ লাখেরও বেশি কপি। ফলে তাঁকে ‘চাঁদ রাজকন্যা’ হিসেবে গণ্য করা হয়। 

মেং থিংওয়েই_fororder_src=http___n.sinaimg.cn_front_291_w640h451_20181123_dILz-hmhswin8816460&refer=http___n.sinaimg

১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মেং থিংওয়েই তাঁর পঞ্চম অ্যালবাম ‘কার চোখের পানি উড়ছে’ প্রকাশ করেন। নভেম্বর মাসে তিনি ষষ্ঠ অ্যালবাম ‘বাতাসে বৃষ্টির তৈরী মেঘ আছে’ প্রকাশ করেন। অ্যালবামের জন্য তিনি প্রাকৃতিক গায়িকা এবং আবহাওয়া রাজকন্যার সুনাম পান। ১৯৯৪ সালের অগাস্ট মাসে তিনি সপ্তম লোক অ্যালবাম ‘নির্দোষ দশক’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে সনি মিউজিক তাইওয়ান রেকর্ড কোম্পানিতে যোগ দেন। ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসে সিসিটিভি’র আমন্ত্রণে তাইওয়ান অঞ্চলের একমাত্র আমন্ত্রিত ব্যক্তি হিসেবে তিনি সে বছর সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় অংশ নিয়ে ‘বাতাসে বৃষ্টির তৈরী মেঘ আছে’ পরিবেশন করেন। 

 

‘শীতকালে তাইপেইতে বৃষ্টি দেখতে আসুন’ মেং থিংওয়েই’র গাওয়া একটি জনপ্রিয় গান। গানটি ১৯৯২ সালের মে মাসে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। পরে গানটি তাঁর আরো কয়েকটি অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি শুধু যে জনগণের মধ্যে জনপ্রিয়, তা কিন্তু নয়, বরং অনেক কণ্ঠশিল্পী ও সঙ্গীতদলও এটিকে তাদের কাভার সংস্করণ করেছেন। 

মেং থিংওয়েই_fororder_u=4210285515,3060940883&fm=26&fmt=auto

 ‘লাজুক গোলাপ নীরবে ফুটে’ গানটিতে প্রথমবারের মতো প্রেমে পড়ার অনুভূতি বর্ণনা করা হয়েছে। গানটি ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর প্রকাশিত পঞ্চম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৮ সালে গানটি পুনঃরেকর্ড করে নতুন এমভি অ্যালবাম ‘পরিবর্তন’-এ অন্তর্ভুক্ত করা হয়।  (প্রেমা/এনাম)