নভেম্বর ৩০: গতকাল (সোমবার) চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী আসরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আফ্রিকান দেশগুলোর সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠ করে নয়টি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ঘোষণা দেন। এর মধ্যে প্রথমটা হলো স্বাস্থ্য পরিকল্পনা। চীন আফ্রিকান দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ৬০ কোটি ডোজ বিনামূল্যে দেওয়া হবে। বাকি ৪০ কোটি ডোজ টিকা চীনা প্রতিষ্ঠান আফ্রিকান দেশগুলোতে উত্পাদন করবে।
নয়টি পরিকল্পনায় স্বাস্থ্য ছাড়াও, দারিদ্র্যবিমোচন, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল নব্যতাপ্রবর্তন, সবুজ উন্নয়ন অন্তর্ভুক্ত। আগামী তিন বছরে আফ্রিকা থেকে আমদানির পরিমাণ ৩০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার চেষ্টা করা হবে। এটি চীন-আফ্রিকা সহযোগিতার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
আফ্রিকা হলো আন্তর্জাতিক সহযোগিতার বড় মঞ্চ, তবে গ্রেট পাওয়ার গেমের মঞ্চ নয়। পশ্চিমা দেশগুলোর একশ্রেণির রাজনীতিক চীন-আফ্রিকা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তবে, আফ্রিকায় অনেক রেলপথ, সেতু, স্কুল চীনের সহায়তায় নির্মিত হয়েছে। এসব হলো চীন-আফ্রিকা মৈত্রীর প্রতীক।
চীন বরাবরই আফ্রিকাকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতেও অবশ্যই বাস্তবায়ন করবে। (ছাই/আলিম)