তুমি কি আমার কথা ভাবছ?
2021-11-28 17:36:27

তুমি কি আমার কথা ভাবছ?_fororder_20200807115531691

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জু জিং ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৯৪ সালের ১৮ জুন সিছুয়ান প্রদেশের সুইনিং শহরে জন্মগ্রহন করেন। তিনি একজন অভিনেত্রী এবং কন্ঠশিল্পী। ২০১৩ সালের ২ নভেম্বর তিনি এসএনএচ৪৬ নামের একটি নারী সংগীত গ্রুপের একজন সদস্য হিসেবে বিনোদন জগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘ব্যাকফ্লো’ নামক গান। এটি ২০২১ সালের মে মাসে রিলিজ হয়। এটি তাঁর অভিনীত একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জু জিং ই’র কন্ঠে ‘ব্যাকফ্লো’। ২০১৬ সালে তিনি প্রথম একটি অনলাইন সিরিজে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি এসএনএচ৪৮ গ্রুপের প্রধান কন্ঠশিল্পী হিসেবে নিজের গান প্রকাশ করেন। ২০১৯ সালে তাঁর অভিনীত সিরিজ চীনে অনেক জনপ্রিয় ছিল। একই বছর তিনি প্রথম বারের মতো ফোর্বস চীনা সেলিব্রিটি তালিকায় স্থান পান। বার্ষিক ফোর্বস চীন থার্টি ইয়ারস নির্বাচিত হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শুনলে উত্তর দেন’ গানটি শোনাব। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। এটি তাঁর অভিনীত একটি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জু জিং ই’র কন্ঠে ‘শুনলে উত্তর দেন’। জু জিং ই সিছুয়ান প্রদেশের সংগীত একাডেমির শিল্প বিদ্যালয়ে লেখাপড়া করেন। ২০১২ সালে তিনি ছেংদু শহরে আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে জনপ্রিয় সুন্দরী পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কাদার মধ্যে নিপতিত ফুল’ গানটি শোনাবো। এটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটিতে চীনের প্রাচীনকালের সংগীতের শৈলী রয়েছে। এটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তুমি কি আমার কথা ভাবছ?_fororder_20200807115707428

বন্ধুরা, শুনছিলেন জু জিং ই’র কন্ঠে ‘কাদার মধ্যে নিপতিত ফুল’। ২০১৫ সালের জানুয়ারি মাসে তিনি জাপানের ম্যাগাজিনের জন্য ছবি তুলেন। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয় ও সংগীত মনোনিবেশ করেন। তিনি জনপ্রিয় হওয়ার পর বিভিন্ন টিভি শোতে অংশ নেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মেঘের দীর্ঘশ্বাস’ গানটি শোনাবো। এটি ২০১৮ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘মেঘের দীর্ঘশ্বাস’। ২০১৬ সালে তিনি প্রথম টিভি সিরিজে অভিনয় করেন। সিরিজটির থিম সং তাঁর কন্ঠে গাওয়া। একই বছরের অক্টোবরে তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। ডিসেম্বরে তিনি টেন্সেন্ট কোম্পানি আয়োজিত বার্ষিক টিভি সিরিজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রাচীন চিত্রকর্ম’ গানটি শোনাবো। এটি ২০২০ সালে রিলিজ হয়। ‘প্রাচীন চিত্রকর্ম’ তাঁর অভিনীত একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন জু জিং ই’র কন্ঠে ‘প্রাচীন চিত্রকর্ম’। তিনি তিন বছর ধরে টিসি ক্যান্ডলারের বিশ্বের শীর্ষ ১০০টি সুন্দর মুখের একজন নির্বাচিত হন। তালিকায় তিনি আগষ্ট মাসে স্থান লাভ করেন। ২০১৭ সালের জানুয়ারিতে জু জিং ই এসএনএচ৪৮ গ্রুপের তৃতীয় বার্ষিক সংগীত অনুষ্ঠানে প্রথম স্থান লাভ করেন। একই বছরের মে মাসে তিনি চীনা কমিউনিস্ট পার্টির যুব দলের কেন্দ্রীয় কমিশনের বিশিষ্ট যুবকের মর্যাদা লাভ করেন। ডিসেম্বরে তিনি নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শীতকাল’ নামের গানটি শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/এনাম/রুবী)