স্বপ্নের যাত্রা
2021-11-28 17:45:42

স্বপ্নের যাত্রা_fororder_QQ图片20211128174109

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে আপনাদেরকে জু জিং ই’র কন্ঠে গান শোনাবো। ২০১৮ সালের ৪ মার্চ তিনি এসএনএচ৪৮ গ্রুপ ত্যাগ করার জন্য বিদায়ী অনুষ্ঠান আয়োজন করেন। ২০২০ সালে তিনি পুনরায় গ্রুপটির চারজন সদস্যের সঙ্গে কনসার্ট আয়োজন করেন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘স্বপ্নের যাত্রা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালের জুলাই মাসে রিলিজ হয়। গানটি তাঁর অভিনীত একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জু জিং ই’র কন্ঠে ‘স্বপ্নের যাত্রা’ শীর্ষক গান। ছোটবেলায় জু জিং ই নাচ ও পিয়ানোর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এ ছাড়া, বেহালাও তিনি ভালো বাজান। তিনি সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন। সেজন্য তিনি চীনা তরুণ-তরুণীদের মধ্যে অনেক জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘স্থায়ী’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

স্বপ্নের যাত্রা_fororder_QQ图片20211128174113

বন্ধুরা, আপনারা শুনছিলেন জু জিং ই’র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী লি ই থংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৯০ সালের ৬ সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি বেইজিং ডান্স ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ২০১৫ সালে তিনি প্রথমে একটি অনলাইনে প্রচারিত সিরিজে অভিনয় করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০১৬ সালে তিনি টিভি সিরিজে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি চীনের টিভি সিরিজ অনুষ্ঠানের বার্ষিক নতুন স্টারের পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অনুকূল’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ই থংয়ের কন্ঠে ‘অনুকূল’ শীর্ষক গান। দশ বছর বয়সে লি ই থং নাচ শিক্ষা শুরু করেন। নাচে তিনি খুব ভালো ছিলেন। পরে তিনি শেনচেন শিল্প বিদ্যালয়ে ভর্তি হন। এরপর তিনি বেইজিং ডান্স ইউনিভার্সিটিতে ভর্তি হন। তখন থেকে তিনি চীনের লোক নাচ শিক্ষা শুরু করেন। এছাড়াও ক্যালিগ্রাফিতে তার দক্ষতা আছে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হালকা তুষার’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটি লি ই থংয়ের অভিনীত একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ই থংয়ের কন্ঠে ‘হালকা তুষার’ শীর্ষক গান। একাডিমি থেকে স্নাতক হওয়ার পর তিনি একটি নাচ প্রশিক্ষণ সংস্থা প্রতিষ্ঠা করতে চাইলেন। তবে পরে তিনি একটি নেট চলচ্চিত্রে অভিনয় করার পর বিনোদনজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দেখা হবার আগে তোমার প্রেমে পড়ে গেছি’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২০ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

স্বপ্নের যাত্রা_fororder_QQ图片20211128174059

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি ই থংয়ের কন্ঠে ‘দেখা হবার আগে তোমার প্রেমে পড়ে গেছি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রেমের জন্য এসকর্ট’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০২১ সালের জুন মাসে রিলিজ হয়। তিনি বিখ্যাত কন্ঠশিল্পী ইউ মেং লংয়ের সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটিতে বলা হয়েছে: এপ্রিল মাসের একদিন ফুল ফুটেছেছিল। ঝড়ও ছিল। হঠাত্ দেবদূতের পাখা ভেঙ্গে যায়। সে আর অবাধে উড়তে পারে না। তবে দেবদূতের প্রেমের আশা ভেঙ্গে যায়নি। প্রেম স্বপ্নে আলো জ্বালায়।

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)