আপন আলোয় ৪৪
2021-11-26 20:11:39

আপন আলোয় ৪৪_fororder_a1

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: ড. নিরুপমা রহমান

 

 

 

 

 

 

অন্তরঙ্গ আলাপন

গান আমার জীবনাচরণের অংশ: ড. নিরুপমা রহমান

আপন আলোয় ৪৪_fororder_a2

ছবি: ড. নিরুপমা রহমান

এক. আমার ছোট থেকে বড় হওয়ার সমস্ত সুখস্মৃতিকে ঘিরে আছে গানের কোনো স্মৃতি। আমার সুখে-শোকে, আনন্দ-বেদনায় সবকিছুতে গান। গান আমি যাপন করি, গান আমার জীবনাচরণের অংশ।

এটা আমি শিখেছি আমর গুরু দীপালি নাগের কাছে যে- গানকে কীভাবে বোধে আনতে হয়। এবং বিশেষত রাগসংগীত- ভারতীয় শাস্ত্রীয় সংগীত তো একটা খটোমটো ব্যাপার, খুব ব্যাকরণের একটা ব্যাপার। কিন্তু আসলে ওই খটোমটো ব্যাপারটাকে পেরিয়ে, ব্যাকরণটাকে পেরিয়ে এটার মধ্যে যে রসের ব্যাপার এবং এটার মধ্যে যে অবগাহনের একটা ব্যাপার আছে, যে রসে সিক্ত হতে হতে আপনার সারা জীবন চলে যাবে; তাও আফসোস থেকে যাবে যে আহা, শুধুমাত্র তো কেশাগ্র ভিজলো, বাকি তো শুকনো রয়ে গেলো!

দুই. নজরুলের গানে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তাঁর গানে অসামান্য রূপকল্পের ব্যাপার আছে। সুরে সুরে এ রূপকল্প একাকার হয়ে গেছে। আমি তো সাহিত্যের ছাত্রী- নজরুলের গানে এই রূপকল্পের ব্যাপারগুলো আমার কাছে দারূণ লাগে! এটা আমাকে খুব টানে!

আমার শাস্ত্রীয় সংগীত শিক্ষা এবং বাংলা গানের বোধের শিক্ষা- দুটোর একটা অদ্ভুত মেলবন্ধর নজরুলের গানে হয়। সে কারণেই নজরুলের গান গাইতে আমার বড় ভালো লাগে!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে নিজের সংগীত ভাবনা, নজরুল সংগীতের প্রতি পক্ষপাতের কারণ সম্পর্কে বললেন, অধ্যাপক, গবেষক ও সংগীতশিল্পী ড. নিরুপমা রহমান। জানালেন তার অধ্যাপনা ও গবেষণাকর্ম সম্পর্কে; শোনালেন দীর্ঘ প্রবাস-জীবনের গল্প।

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া