তুষার ও বরফ নিয়ে আনন্দ
2021-11-26 16:33:30

图片默认标题_fororder_d0c8a786c9177f3eeccb8357843ec8c09d3d56e2

তুষার ও বরফ নিয়ে আনন্দ  তুষারের উপর ছুটে চলা স্কেট বোর্ডে ১১ মাস বয়সী একটি শিশুর দুর্দান্ত পারফরম্যান্স অনেক বেশি ভাইরাল হয়েছে।   শীতকালীন অলিম্পিককে সামনে রেখে স্নো অ্যান্ড আইস স্পোর্টসের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তুষার ঢাকা স্কি রিসোর্টগুলোতে ভিড় জমিয়েছেন স্কি-প্রেমীরা। এর মধ্যে পিছিয়ে নেই শিশুরাও। স্নোবোর্ডিং শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯৯৮ সালে ১৮তম শীতকালীন অলিম্পিক গেমসের সময় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় ইভেন্টটি যুক্ত করা হয়। আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে এই বড় ইভেন্টের আওতায় অনুষ্ঠিত হবে ১১টি ছোট ক্যাটাগরির প্রতিযোগিতা। এতে ১১টি স্বর্ণপদক দেওয়া হবে।  ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্নোবোর্ডিং ইভেন্টের স্কি প্রতিযোগিতা বেইজিংয়ের শৌকাং বিগ এয়ারে অনুষ্ঠিত হবে। বাকি সব ক্যাটাগরির প্রতিযোগিতা চাংচিয়াখৌ শহরের জেন্টিং স্নো পার্কে অনুষ্ঠিত হবে।   জেন্টিং স্নো পার্ক চীনের চাংচিয়াখৌ শহরের ছুং লি এলাকায় অবস্থিত। সর্বোচ্চ উচ্চতা ২১০৪ মিটার। এর ঢালের দৈর্ঘ্য ৪০০ মিটারেরও বেশি। স্কি ট্রেইলের সংখ্যা ৪১টি। মোট দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এর মধ্যে ৬টি শীতকালীন অলিম্পিক গেমসের স্কি ট্রেইল। ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় এখানে স্নোবোর্ড ও ফ্রিস্টাইল স্কি— এই  দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। জেন্টিং স্নো পার্ক হল বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাতটি তুষার স্টেডিয়ামের মধ্যে পুনর্নির্মিত একটি স্টেডিয়াম। নির্মাণ প্রক্রিয়ায় সবখানে সবুজ অলিম্পিক গেমসের চেতনা প্রতিফলিত হয়।  সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেন, আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস শীতকালীন খেলাধুলাকে উত্সাহিত করবে।   তিনি বলেন, বেইজিং বিশ্বের প্রথম শহর হিসেবে গ্রীষ্মকালীন ও শীতকালীন দুটো অলিম্পিক গেমস আয়োজন করে নতুন ইতিহাস রচনা করবে। তিনি জানান, সব ধরনের প্রস্তুতি চীন ইতোমধ্যে সম্পন্ন করেছে। আসন্ন শীতকালীন অলিম্পিক সাফল্যের সাথে আয়োজিত হবে।  রুবি/এনাম