সঙ্গীতদল ‘কমস’
2021-11-26 11:11:56

‘কমস’ সঙ্গীতদলের প্রধান গায়ক লি ইয়োংজু, ব্যাস বাদক সুন ইংহাও, গিটারিস্ট ও কিবোর্ডিস্ট ওয়ং চুনথেং এবং ড্রামার জাং শিসিয়াং। যদিও সঙ্গীতদলটি তাইওয়ানে প্রতিষ্ঠিত, তার চারজন সদস্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন। লি ইয়োংজু মিয়ানমার থেকে এসে তাইওয়ানে বসবাস করছেন। জাং শিসিয়াং জীবনের বেশির ভাগ সময় মূল-ভূভাগের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে কাটিয়েছেন। শুধু সুন ইংহাও ও ওয়েং চুনথেং তাইওয়ানের স্থানীয় অধিবাসী।

সঙ্গীতদল ‘কমস’_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F1021%2F7701111ej00r1aesa000tc000gp00boc&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

ইয়োংজু একটি প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সেখানে সঙ্গীতদলের পদ্ধতিতে অংশ নিতে হয়েছিল। ফলে তিনি এই দল প্রতিষ্ঠা করেন। আসলে লি ইয়োংজু, সুন ইংহাও এবং জাং শিসিয়াং মিলে শুরুতে অস্থায়ীভাবে একটি সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। এমনকি প্রতিযোগিতার আগের দিন পর্যন্ত সঙ্গীতদলের নামকরণও হয়নি। তাই তাঁরা নিজেদের সঙ্গীত স্টাইলের আলোকে তাঁদের দলের নামকরণ করেন ‘কমস’। খুব মজার ব্যাপার, তাইনা?

সঙ্গীতদল ‘কমস’_fororder_src=http___mag.fznews.com.cn_fzrb_2020_20201125_20201125_012_20201125_012_01_70&refer=http___mag.fznews.com

অস্থায়ী সঙ্গীতদলটি শুধু তিন দিনের রিহার্সাল করে প্রতিযোগিতার প্রথম দশে স্থান লাভ করে। এটা তাঁদের বাস্তব শক্তির প্রমাণ। প্রতিযোগিতার পর তাঁরা দলটি ভেঙ্গে দেননি, বরং চালিয়ে নেন। পরে তাঁরা সঙ্গীতদলের একটি চীনা নাম দেন--খাং মু শি। তারপর ওয়েং চুনথেং সঙ্গীতদলটিতে যোগ দিয়ে তাঁদের শক্তি আরো বৃদ্ধি করেন।

সঙ্গীতদল ‘কমস’_fororder_src=http___p0.itc.cn_q_70_images03_20200802_003b064e2cc248d193c31762027aa0c7.png&refer=http___p0.itc

সঙ্গীতদলটি প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য প্রতিযোগিতা ও পুরস্কার থেকে রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।  প্রকাশ করেছেন অ্যালবাম। তাঁদের সবকিছু বাস্তব জীবন থেকে আসে। প্রত্যেক ধ্বনি, শব্দ বা বাক্য জীবনের অনুভূতির প্রকাশ। এক একটি অনুভূতি প্রত্যেক মানুষের হৃদয়ের অবস্থা নির্দেশ করে। এ পর্যন্ত তাঁরা মোট দুটো অ্যালবাম ও একটি ইপি প্রকাশ করেছেন। 

সঙ্গীতদল ‘কমস’_fororder_src=http___p5.itc.cn_images01_20210510_b5aa9748fba345bd9da0774de0f14949.jpeg&refer=http___p5.itc