মেই ইয়ান ফাং
2021-11-25 10:31:40

 

图片默认标题_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20170928_6bf896a23b5a459e89b5c94f263a98a0.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের বিখ্যাত একজন গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম মেই ইয়ান ফাং। তিনি চীনা সংগীতমহলে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী গায়িকার মধ্যে অন্যতম। আর গভীর ও কোমল কণ্ঠ বেশ আকর্ষণীয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো মেই ইয়ান ফাংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি গান ‘নারী ফুল’।গান ১

মেই ইয়ান ফাং ১৯৬৩ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। পরিবারে তার দুই ভাই ও এক বোন আছে। খুব ছোট বয়সে তার বাবা মারা যান, তার মা একটি সংগীত নৃত্যদল চালিয়ে জীবিকা অর্জন করেন। তার মায়ের প্রভাবে মেই ইয়ান ফাং ৫ বছর বয়সে পারফর্ম করা শুরু করেন। ১৯৮২ সালে তিনি হংকংয়ের প্রথম তরুণ সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এরপর তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। একই বছর তিনি তার প্রথম অ্যালবাম ‘মনের ঋণ’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন এই অ্যালবামের একটি সুন্দর গান ‘জিজ্ঞেস করবে না’ শুনুন।গান ২

图片默认标题_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20180525_02932eef15f44d96ae2fbe114e8ed414.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

১৯৮৩ সালে মেই ইয়ান ফাংয়ের দ্বিতীয় অ্যালবাম মুক্তি পায়। অ্যালবামের প্রধান গান ‘লাল সন্দেহ’ প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয়। গানটি আসলে জাপানের বিখ্যাত গায়িকা ইয়ামাকুছি মোমোর একটি ক্লাসিক গান, তিনি ক্যান্টোনিজ ভাষায় নতুন গানটি গেয়েছেন। এই গান সেই বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায় এবং গানটির জন্য তার অ্যালবাম অল্প সময়ে ২.৫ লাখ কপি বিক্রি হয়। আর মেই ইয়ান ফাংও এর অ্যালবামও সবার কাছে পরিচিত হয়। বন্ধুরা, এখন শুনুন তার এই বেশ জনপ্রিয় গান ‘লাল সন্দেহ’।গান ৩

১৯৮৫ সালে মেই ইয়ান ফাং নতুন অ্যালবাম ‘bad girl’ প্রকাশ করেন। আগের অ্যালবামের চেয়ে এই অ্যালবাম আরো জনপ্রিয় হয়। এটি হংকংয়ের বিক্রির রেকর্ড সৃষ্টি করে, অ্যালবামের প্রধান গান ‘bad girl’ও সেই বছরের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। পরে মেই ইয়ান ফাং ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। তার কনসার্ট অনেক জনপ্রিয় হওয়ায় তিনি টানা ২৮টি কনসার্ট আয়োজন করেছিলেন! বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে মেই ইয়ান ফাংয়ের জনপ্রিয় গান ‘bad girl’।গান ৪

গায়িকা হিসেবে জনপ্রিয় হওয়া ছাড়া অভিনেত্রী হিসেবে মেই ইয়ান ফাংও উচ্চ প্রশংসা পান। ১৯৮৮ সালে মেই ইয়ান ফাং চলচ্চিত্র ‘ইয়ান চি খৌ’তে অভিনয় করেন, গত শতাব্দীর ত্রিশের দশকে হংকংয়ের একটি মনোমুগ্ধকর প্রেমের গল্প তুলে ধরেন। এই চলচ্চিত্রে তার চমত্কার অভিনয়ের জন্য তিনি চীনের ৪টি ফিল্ম ফেস্টিভালের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। চীন ছাড়া পূর্ব এশিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। ১৯৮৮ সালের দক্ষিণ কোরিয়ার সিউল অলিম্পিক গেমসে তিনি একমাত্র এশিয়ান গায়িকা হিসেবে পারফর্ম করেন। বন্ধুরা, এখন শুনুন মেই ইয়ান ফাংয়ের খুন সুন্দর একটি গান ‘তোমাকে হাজার বার ভালোবাসি’।গান ৫

图片默认标题_fororder_ORJF-hpfycet2139838

১৯৯১ সালে মেই ইয়ান ফাং তার প্রথম ম্যান্ডারিন অ্যালবাম ‘ঘনিষ্ঠ প্রেমিক’ প্রকাশ করেন। গানটি তিনি আর প্রেমিকের জন্য রচনা করেছিলেন। গানের কোমল সুর ও তার গভীর কণ্ঠ অনেকের জন্য একই অনুভূতি সৃষ্টি করে। ১৯৯৪ সাল পর্যন্ত মেই ইয়ান ফাংয়ের অ্যালবামের মোট বিক্রির পরিমাণ ১ কোটি ছাড়িয়ে গেছে। তিনিও চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী একজন গায়িকা হয়েছেন। বন্ধুরা, এখন মেই ইয়ান ফাংয়ের সুন্দর গান ‘ঘনিষ্ঠ প্রেমিক’ শুনুন।গান ৬

২০০৩ সালে ক্যান্সারের কারণে মেই ইয়ান ফাং মারা যান। যা চীনা সংগীত মহলের একটি বড় আঘাত। অনেক বছর পর তার মৃত্যু হলেও তার গানগুলো এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে শুনবো মেই ইয়ান ফাংয়ের আরেকটি সুন্দর গান ‘সময় উড়ে যায়’, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।