কাজাখস্তানের চীনা চলচ্চিত্র মাস কার্যক্রম
2021-11-25 15:29:04

কাজাখস্তানে নিযুক্ত চীনের দূতাবাস ও আলমাটি টেলিভিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় কাজাখস্তানের চীনা চলচ্চিত্র মাস কার্যক্রম সম্প্রতি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ৭টি চলচ্চিত্র কাজাখস্তানের দর্শকদের চোখের সামনে হাজির করা হয়। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামো চীন ও কাজাখস্তানের চলচ্চিত্র ও টিভি নাটকের সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ধাপে ধাপে নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।

 

কাজাখস্তান হলো এমন একটি জায়গা, সেখানে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগটি প্রথমবার উত্থাপন করা হয়। কাজাখস্তানে চীনের দূতাবাস জানায় যে, গত বছর প্রথমবার চেষ্টার পর সফলতার ভিত্তিতে চলতি বছর চলচ্চিত্র মাস কার্যক্রমে মোট ‘কোল্ড ওয়ারও ‘ওয়ার্ম হাগ’সহ ৭টি শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র উপভোগের সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং কাজাখস্তানের জনগণের সাংস্কৃতিক জীবন শুরু হয়।

 

আলমাটি টেলিভিশন কেন্দ্রের বিপনন পরিচালক আশেলি লামাদানোওয়া বলেন, এবারের চলচ্চিত্র মাস কার্যক্রমে প্রদর্শিত চলচ্চিত্রের থিম বৈচিত্র্যময় এবং মানও উচ্চ। প্রতি সাপ্তাহিক ছুটির রাতে অনুষ্ঠানের সবচেয়ে ব্যস্ত সময় এসব চলচ্চিত্র প্রচার করা হয় এবং তা ব্যাপক প্রশংসা পায়। এর মধ্যে প্রথম চলচ্চিত্র উপভোগের হার ৪.২ শতাংশ ছিলো।

গত বছর জুলাই মাসের পর আলমাটিতে চীনের কনস্যুলেট জেনারেলসহ বেশ কয়েকটি বিভাগের সাহায্যে কাজাখস্তানের বাণিজ্যিক টিভি কেন্দ্রে ‘Feather fly’ এবং ‘Hey Daddy’সহ ৩টি চীনা টিভি নাটক কাজাখ ভাষায় ডাবিং করে প্রচার করা হয়। কাজাখস্তানের বাণিজ্যিক টিভি কেন্দ্রের প্রোগ্রাম পরিচালক অ্যাম্যান ওয়ালিয়েওয়া বলেন, ডাবিং করা চীনা নাটক প্রচারের পর টিভি কেন্দ্রে বড় বিস্ময় সৃষ্টি হয়। কাজাখ দর্শকেরা তা দেখার জন্য আগ্রহী হন ও দারুণ আনন্দ পান।

 

সাম্প্রতিক বছরগুলোতে ‘সংগীতজ্ঞ’ ও ‘হাই, কাজাখস্তান’সহ চীন-কাজাখস্তানের যৌথ উদ্যোগে তৈরি চলচ্চিত্র ও তথ্যচিত্র এবং টিভি নাটক প্রচার ও চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছে। পাশাপাশি, চীন ও কাজাখস্তানের মুভি ও টিভি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে অব্যাহতভাবে আরো গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে যাচ্ছে।

 

কাজাখস্তানে চীনের রাষ্ট্রদূত চাং সিও বলেন, চীন ও কাজাখস্তানের জনগণ বংশপরম্পরায় একে অপরের সুপ্রতিবেশী হিসেবে বাস করছে। ১৭০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকা দু’দেশের হাজার বছরের সুগভীর মৈত্রী বহন করে। নভেল করোনাভাইরাস মহামারী প্রকোপের পর থেকে, দু’দেশ অনলাইনে বিনিময়সহ বিভিন্ন পদ্ধতি খুঁজে বের করছে এবং চলচ্চিত্র ও টিভি’র অনুবাদ ও প্রচারসহ সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করছে। গত বছর কাজাখস্তানে চীনের দূতাবাসে ‘অনলাইন গ্রীষ্ম শিবির’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এক অঞ্চল, এক পথ’ ছোট ভিডিও প্রতিযোগিতা এবং চীনা ভাষায় গান গাওয়ার প্রতিযোগিতাসহ বিভিন্ন অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কাজাখস্তান টিভি কেন্দ্রের উদ্যোগে ‘উহানের ২৪ ঘণ্টা’সহ বিভিন্ন তথ্যচিত্র ডাবিং করে প্রচার করা হয়।

চলতি বছর চীন সাফল্যের সঙ্গে কাজাখস্তানের ধারাবাহিক  সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করেছে।

চীনের চলচ্চিত্র মাস কার্যক্রমে প্রদর্শিত চলচ্চিত্রের ডাবিং কাজে জড়িত কাজাখস্তানের অনুবাদক ইয়েরতাই নুসিপজানভ বলেন, কাজাখস্তানে চীনের চলচ্চিত্র মাস কার্যক্রম এবং চীনা গান ও ছোট ভিডিও প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো সাংস্কৃতিক বিনিময় গভীরতর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজাখস্তানের জনগণ পূর্ব দিকের সুপ্রতিবেশী দেশ বা চীনের প্রতি খুব আগ্রহী। চীনা জনগণের বৈচিত্র্যময় জীবনযাপন ও মানসিক অবস্থা অনুধাবন করতে চান তারা। বর্তমানে চীন সম্পর্কে কাজাখস্তানের জনগণের জানাশোনা যথেষ্ট নয়। কাজাখস্তান ও চীন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে চলচ্চিত্র ও সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করা এবং দু’দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও যোগাযোগ আরও বেগবান করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন। (লিলি/তৌহিদ/শুয়ে)