নভেম্বর ২৫: চীনের ছুংছিং শহরকে ‘ঝালের শহর’ হিসেবে আখ্যায়িত করা হয়। স্থানীয় ঝাল হটপট ছাড়া, ছুংছিং শহরের টক-ঝাল নুডলস, সিচুয়ান গোলমরিচ, কমলাসহ বিভিন্ন বৈশিষ্ট্যময় কৃষিজাত দ্রব্য পাওয়া যায়; যা ইতোমধ্যে আসিয়ান দেশের সাধারণ পরিবারে প্রবেশ করেছে।
ক্যাপশন ১: ২০২১ সালের ২৯ অক্টোবর, ১৩তম ছুংছিং হটপট খাদ্য সংস্কৃতি উত্সবে জনগণ ছুংছিং হটপট উপভোগ করছে।
২০১৫ সালে চীন ও সিঙ্গাপুরের কৌশলগত যোগাযোগ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হয়। যা চীনের পশ্চিমাঞ্চল এবং আসিয়ানের সহযোগিতা জোরদার করেছে।
ক্যাপশন ২: চীন ও সিঙ্গাপুরের যোগাযোগ প্রকল্পের মাধ্যমে একটি ট্রেন ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করে।
চীনের পশ্চিমাঞ্চলের শহরগুলো ও সিঙ্গাপুরসহ আসিয়ান দেশের নতুন আন্তর্জাতিক লজিস্টিক পথ তৈরি হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের কাছে পণ্য পাঠানোর সময় এবং খরচ অনেক সাশ্রয় হয়েছে।
ক্যাপশন ৩: ২০২০ সালের ৩০ অক্টোবর ছুংছিং শহরে তিনশ’টি ড্রোন আকাশে বিভিন্ন ছবি তৈরি করছে।
ক্যাপশন ৪: ২০২১ সালের ২৯ মার্চ ছুংছিং শহরে, চীন ও ইউরোপের নিয়মিত ট্রেন চালুর দশম বার্ষিকীতে বিশেষ ট্রেন
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)