‘তোমাকে পছন্দ করি’
2021-11-24 19:07:08

‘তোমাকে পছন্দ করি’_fororder_zhang1

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হান ইয়ুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং হান ইয়ুন, ১৯৮৯ সালের ৯ এপ্রিল চীনের সি ছুয়ান প্রদেশের দ্য ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত-মহলের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

‘তোমাকে পছন্দ করি’_fororder_zhang2

২০০৪ সালে চাং হান ইয়ুন চীনের হু নান টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতার লাইভ-শো ‘সুপার গোলে’ যোগ দিয়ে দেশের তৃতীয় পুরস্কার অর্জন করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত-মহলে পা রাখেন। ২০০৫ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘আমি খুব চাং হান ইয়ু’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন চাং হান ইয়ুনের কণ্ঠে ‘মা, আমি তোমাকে ভালোবাসি’ গানটি। গানের কথায় বলা হয়: তুমি সবসময় বলো, আমি ছোট। আমাকে সাদা কাগজের মতো রক্ষা করো। তোমার চোখে, আমি সবসময় ছোট শিশু। যদিও আমি অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চাই না। যখন আমি একাই লড়াই করি, তখন আমি তোমাকে খুব মনে করি। যখন তোমার কাছ থেকে চলে যাই, তখন তোমাকে বলতে চাই: মা আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, শুনুন মাকে নিয়ে সুন্দর এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন চাং হান ইয়ুনের কণ্ঠে ‘তোমাকে পছন্দ করি’ গানটি। গানের কথায় বলা হয়: হাল্কা বৃষ্টি বাতাসের সঙ্গে রাতের রাস্তা ভিজিয়ে দেয়। রাতের রাস্তায় বাতির দিকে তাকাই, সেই দুঃখের স্মৃতি, আবারও মনে পড়ে। আগের কোনো মুহূর্তের আনন্দ এখনো মুখে লেগে থাকে। আশা করি, তুমি জানতে পারো, আমার মনের কথা। তোমাকে পছন্দ করি, সেই সুন্দর চোখ, হাসি আরও মনোমুগ্ধকর।

আচ্ছা, শুনুন এই রোম্যান্টিক গান।

‘তোমাকে পছন্দ করি’_fororder_zhang3

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাং হান ইয়ুনের গাওয়া ‘দশ লাখ সম্ভাবনা’ নামের গানটি। গানের কথাগুলো এমন: শান্ত, জানালার বাইরে তুষার। এই মুহূর্ত যেন চিরদিনের মতো। শুনি, তুষার পদদলনের শব্দ। তুষার-জড়ানো গাছের নিচে তোমার অপেক্ষা করি। মুহূর্তের মধ্যে দশ লাখ সম্ভাবনা থাকতে পারে। সমানে যাবো, না কি অপেক্ষা করবো। এই শীতের রাতে, দশ লাখ সম্ভাবনা আছে। গভীর রাতে প্রবেশ করবো, নাকি ভোরের অপেক্ষা করবো!

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, শেষ করার আগে আপনাদের চাং হান ইয়ুনের আরেকটি গান শোনাতে চাই। এর নাম ‘সবচেয়ে মিস করা ঋতু’। বন্ধুরা, আপনার প্রিয় ঋতু কোনটি? এই সুন্দর গানের সঙ্গে আমরা উপভোগ করি প্রকৃতির সৌন্দর্য।

‘তোমাকে পছন্দ করি’_fororder_zhang4

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হান ইয়ুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)