‘ভালোবাসতে হয়’
2021-11-23 14:05:08

‘ভালোবাসতে হয়’_fororder_xian

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ান জি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সিয়ান জি, ১৯৮৬ সালের ২২ এপ্রিল চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাই স্য শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপ সংগীতশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

‘ভালোবাসতে হয়’_fororder_xian3

 

২০০৪ সালে সিয়ান জি ‘পরিষ্কার বাতাসে মাতাল হয়’ গানটি গেয়ে ইন্টারনেট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৫ সালে তিনি তাইওয়ান প্রদেশের সংগীত কোম্পানির সঙ্গে শিল্পী হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। এরপর সিয়ান জি ‘ভালোবাসতে হয়’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ান জি’র একটি গান, গানের নাম ‘ভালোবাসতে হয়’। গানের কথায় বলা হয়: প্রতিদিন তোমার ভালোবাসা চাই। কী ভাবছি- তুমি কল্পনা করো। আমি চাই, তুমি আমার প্রতিটি দিন চমত্কার করবে। সঠিক ভালোবাসা কী? আমাদের প্রেম সমৃদ্ধ, এটা কি ভাগ্য? ভালোবাসতে হয়, না হলে আনন্দ কোথা থেকে আসবে! ভালোবাসতে হয়, না হলে দুঃখ কীভাবে হয়!

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন সিয়ান জি’র আরেকটি গান, গানের নাম ‘দুঃখের স্মৃতি’। গানের কথাগুলো এমন: যাত্রার আর কতদিন বাকি, আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারবো। চুপচাপ বেশি দূরে যাওয়া যায় না। এত দূরের ভালোবাসা, কীভাবে ভবিষ্যতের দৃশ্য রচনা করব!

আচ্ছা, শুনুন গানটি।

‘ভালোবাসতে হয়’_fororder_xian4

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সিয়ান জি’র কণ্ঠে ‘আকাশের বাইরে’। গানের কথায় বলা হয়: কে আবহাওয়ার পূর্বাভাস শুনছে। বৃষ্টি থেমে গেছে। কে ভূপৃষ্ঠে উড়ে যাচ্ছে, আরো দূরের দিকে যাচ্ছে! এত দিন আকাশ খালি আছে, বাতাসের অপেক্ষা করে! মৌসুমি বায়ু সমুদ্রের দিকে, আকাশের বাইরে যায়। ভেবেছিলাম, পাখি শুধু সামনে ওড়ে। আসলে দিন শেষে সেই গাছেই ফিরে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সিয়ান জি’র গান ‘পছন্দ’। গানের কথায় বলা হয়: একা, আমি নিজেকে বিব্রত করেছি। আস্তে আস্তে আমি নিজেকে সহজ করে দিয়েছি। অর্জন, না কি কিছু হারিয়েছি, আমি পাত্তা দেই না। সব কিছু গুরুত্বপূর্ণ নয়, শুধু আমরা পরস্পরকে ভালোবাসি। আমি এভাবে বাতাসে তোমার সঙ্গে থাকতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ান জি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)