চীনা অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার ও উন্নয়ন...
2021-11-22 15:13:10

গত অক্টোবর মাসে চীনের ২০ মিলিয়ন ইউয়ান বা তার চেয়ে বেশি আয়কারী শিল্পপ্রতিষ্ঠানসমূহের সংযুক্ত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বেড়েছে এবং সেপ্টেম্বরের চেয়ে ০.৪ শতাংশ বেড়েছে। সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেড়েছে এবং সেপ্টেম্বরের চেয়ে ০.৫ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৬.১ শতাংশ বেড়েছে এবং দু’বছরের গড় বৃদ্ধি হার ছিল ৩.৮ শতাংশ। গত সোমবার (১৫ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত অক্টোবর মাসের সামষ্টিক অর্থনৈতিক রিপোর্টে দেখা গেছে, শিল্পের বৃদ্ধির গতি সমবেত, বাজারে বিক্রির স্থিতিশীল বৃদ্ধি এবং স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ স্থিতিশীলভাবে বেড়েছে। সবমিলিয়ে অর্থনীতি স্থিতিশীল এবং পুনরুদ্ধার অব্যাহত ছিল।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে আন্তর্জাতিক পরিবেশ এখনও জটিল ও কঠোর। অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদন এখনও অনেক বেশি। অভ্যন্তরীণ উন্নয়নে কাঠামোগত দ্বন্দ্ব এখনও রয়েছে। তাই অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার বজায় রাখতে আরো বেশি চেষ্টা চালাতে হবে। আগামীতে সামষ্টিক নীতির আন্তঃচক্র সমন্বয় জোরালো করে সারা বছর অর্থনীতি ও সমাজ উন্নয়নের প্রধান লক্ষ্যবস্তু ও কর্তব্য সম্পন্ন নিশ্চিত করতে হবে।

 

পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে চীনের ২০ মিলিয়ন ইউয়ান বা তার চেয়ে বেশি আয়কারী শিল্পপ্রতিষ্ঠানসমূহের সংযুক্ত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৩.৫ শতাংশ বেড়েছে এবং সেপ্টেম্বরের চেয়ে ০.৪ শতাংশ বেড়েছে। দু’বছরের গড় বৃদ্ধি ছিল ৫.২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসের চেয়ে ০.২ শতাংশ বেশি। অক্টোবর মাসে সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেড়েছে এবং সেপ্টেম্বর মাসের চেয়ে ০.৫ শতাংশ বেড়েছে। দু’বছরের গড় বৃদ্ধি ৪.৬ শতাংশ, যা সেপ্টেম্বরের চেয়ে ০.৮ শতাংশ বেশি। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশের স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৬.১ শতাংশ বেড়েছে এবং দু’বছরের গড় বৃদ্ধি হার ছিল ৩.৮ শতাংশ, যা বছরের প্রথম নয় মাসের প্রায় সমান।

 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র, জাতীয় অর্থনীতির সার্বিক পরিসংখ্যান বিভাগের প্রধান ফু লিংহুই ব্যাখ্যা করে বলেন, প্রধান লক্ষ্যমাত্রা দ্রুত বৃদ্ধি বজায় ছিল। প্রথম দশ মাসে চীনের ২০ মিলিয়ন ইউয়ান বা তার চেয়ে বেশি আয়কারী শিল্পপ্রতিষ্ঠানসমূহের সংযুক্ত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১০.৯ শতাংশ বেড়েছে, পরিষেবা শিল্পের উত্পাদন সূচক ১৫.১ শতাংশ বেড়েছে, সামাজিক ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের পরিমাণ ১৪.৯ শতাংশ বেড়েছে এবং মালামাল মোট আমদানি-রপ্তানি পরিমাণ ২২.২ শতাংশ বেড়েছে। সামষ্টিক লক্ষ্যমাত্রা থেকে দেখা যায়, প্রথম দশ মাসে জাতীয় শহুরে সমীক্ষা বেকারত্বের গড় হার ছিল ৫.১ শতাংশ, সিপিআই গত বছরের একই সময়ের তুলনালয় ০.৭ শতাংশ বেড়ে বার্ষিক বহুমুখী নিয়ন্ত্রণের অভিষ্ট লক্ষ্যের চেয়ে কম। আন্তর্জাতিক আয় ও ভারসাম্য ছিল মৌলিকভাবে ভারসাম্যমূলক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা ৬ মাস ৩.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বজায় ছিল।

 

‘স্থিতিশীল’ হবার সঙ্গে সঙ্গে ‘এগিয়ে যাওয়া’ অব্যাহত ছিল। অক্টোবর মাসে ২০ মিলিয়ন ইউয়ান বা তার চেয়ে বেশি উচ্চ প্রযুক্তির নির্মাণ শিল্পের সংযুক্ত মূল্য গত বছরের একই সময়ের তুলনালয় ১৪.৭ শতাংশ বেড়েছে, যা সেপ্টেম্বর মাসের চেয়ে ০.৭ শতাংশ বেশি। তথ্য  প্রবাহ, সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা শিল্পের উত্পাদন সূচক গত বছরের একই সময়ের তুলনালয় ১৪.৮ শতাংশ বেড়ে স্পষ্টভাবে পরিষেবা শিল্পের উত্পাদন সূচকের বৃদ্ধি গতির চেয়ে বেশি। পণ্যভোগ বিনিয়োগ কাঠামো অব্যাহতভাবে উন্নত ছিল। অক্টোবর মাসে ২০ মিলিয়ন ইউয়ান বা তার বেশি আয়কারী শিল্পপ্রতিষ্ঠানসমূহের সোনা, রূপা ও অলঙ্কার, এবং সাংস্কৃতিক অফিস সরবরাহসহ উন্নত পণ্যদ্রব্যের খুচরা বিক্রয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনালয় যথাক্রমে ১২.৬ ও ১১.৫ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উচ্চ প্রযুক্তি শিল্পের বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৩ শতাংশ বেড়েছে।

 

ইং দা স্টক গবেষণালয়ের প্রধান জেং হোছেং বলেন, অক্টোবর মাসে সামষ্টিক অর্থনীতির অনেক ভালো দিক ছিল। পণ্যভোগের দিক থেকে বলা যায়, গত মাসে পণ্যদ্রবের মোট খুচরা বিক্রয় পরিমাণ আগের চেয়ে বেড়েছে। এর মধ্যে টেলিযোগাযোগ সরঞ্জামের বিক্রয় বেড়েছে গত বছরের অক্টোবরের চেয়ে ৩৪.৮ শতাংশ, যা গত মার্চ থেকে সর্বোচ্চ। এছাড়া রপ্তানি বৃদ্ধির গতি বেশি ছিল এবং কর্মসংস্থানও বেড়েছে।  শহুরে বেকারত্বের হার কম ছিল। বাণিজ্যিক কার্যক্রমের ঊর্ধ্বমুখী প্রবণতা সুষ্ঠু ছিল। অক্টোবর মাসে কম্পিউটার ও অফিসে ব্যবহৃত দ্রব্য নির্মাণ শিল্পে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৯ শতাংশ বেড়েছে। অক্টোবর মাসে তথ্য স্থানান্তর, সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা শিল্পের উত্পাদন সূচক ছিল গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৮ শতাংশ বেশি।

 

আগামী পর্যায়ের অর্থনৈতিক প্রবণতা বিশ্লেষণ করে বিশ্বাস করা হয়, যদিও কিছু সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তবুও চীনের অর্থনীতি এখনও স্থিতিশীল পুনরুদ্ধারের প্রবণতা বজায় রেখেছে এবং উন্নয়নের চালিকাশক্তি ক্রমে বাড়ছে।

 

প্রথম, অভ্যন্তরীণ চাহিদা অব্যাহতভাবে সম্প্রসারিত হবে আশা করা হচ্ছে। ফু লিংহুই বিশ্লেষণ করে বলেন, চীনের পণ্যভোগ বাজারের দৃঢ়তা যথেষ্ঠ। পণ্যভোগের মাত্রা সম্প্রসারণ, পণ্যভোগের কাঠামো উন্নততর এবং পণ্যভোগ রূপের সৃজনশীলতার উন্নয়ন প্রবণতা পরিবর্তিত হয়নি। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সম্প্রসারণ, অধিবাসীদের আয় বাড়া এবং সামাজিক নিশ্চয়তা যথাক্রমে পূর্ণাঙ্গ করার সঙ্গে সঙ্গে পণ্যভোগ বৃদ্ধি এখনও তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে।

 

ফু লিংহুই বলেন,  ‘প্রশাসনকে উন্নত করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ,  এবং পরিষেবার উন্নতির সাথে সংযুক্ত নিয়মকানুনকে শক্তিশালী করা’, সংস্কার ধারাবাহিকভাবে গভীরতর করা, ব্যবসা পরিবেশ আস্তে আস্তে সুবিন্যস্ত করা, বাজারের প্রাণশক্তি ও চালিকাশক্তি বাড়ানো, বাজারের সত্ত্বা ধারাবাহিকভাবে বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন বাণিজ্যিক কার্যক্রম ও নতুন রূপে বড় হচ্ছে। অর্থনীতি স্থিতিশীল, এবং উন্নয়নের মান যথাক্রমে উন্নত করার প্রবণতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

(প্রেমা/এনাম)