সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে সিপিসি’র শত বছরের উন্নয়ন-ইতিহাস পর্যালোচনা করে সামনে এগুনোর দিক নির্ধারণ করা হয়। এবারের অধিবেশনের তাত্পর্য কী? চীনের সামনে এগুনোর জন্য ইতিহাস থেকে কী শেখার আছে? এসব বিষয় নিয়ে আলাপ করব ড. মোস্তাক আহমেদ গালিবের সঙ্গে। তিনি বর্তমানে উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এক অঞ্চল, এক পথ’ গবেষণাকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় বিশ বছর ধরে চীনে আছেন। চলুন, আলাপ করি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)