করোনা ক্যাপসুল ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
2021-11-19 19:41:57

করোনা রোগীদের চিকিৎসায় মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ ব্যবহারের জন্য দেশের সব হাসপাতালকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে ওষুধ তৈরির অনুমোদন আসার পরই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই ক্যাপসুল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "কোডিড পজিটিভ রোগীদের যদি কোভিডের লক্ষণ থাকে, সেক্ষেত্রে এই ওষুধ চিকিৎসকের পরামর্শক্রমে সেবন করা যাবে।"

চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে গর্ভবতী মা ও গুরুতর করোনা রোগী ছাড়া ১৮ বছরের বেশি বয়সীরা হালকা থেকে মাঝারি ধরনের করোনা সংক্রমণে মলনুপিরাভির ব্যবহার করতে পারবেন বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

দেহঘড়ি পর্ব-৪৩

 

বাংলাদেশে বস্তিবাসীর জন্য বিশেষ টিকাদান শুরু

কড়াইল বস্তিতে টিকা দেওয়া শুরু | প্রথম আলো

বাংলাদেশের বস্তিতে বাসকরা নাগরিকদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। এ কার্যক্রমের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের মধ্যে টিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক চীন আন্তর্জাতিক বেতারকে জানান, 'রাজধানীর কড়াইলে বস্তিতে বসবাসকারীদের মধ্যে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দুই দিন টিকা দেওয়ার কথা রয়েছে।

 

 

দেহঘড়ি পর্ব-৪৩

‘সততা ও স্বচ্ছতা নিশ্চিত করেই করোনার টিকা কেনা হয়েছে’

সততা ও স্বচ্ছতা নিশ্চিত করেই করোনাভাইরাসের টিকা কেনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। এর মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি টিকা কেনা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী জানান, চীন থেকে সিনোফার্মের ৭ কোটি ৭০ লাখ ও সিনোভ্যাকের ৭ কোটি ৫১ লাখ ডোজ, ভারত থেকে ৩ কোটি কোভিশিল্ড ও কোভ্যাক্সের আওতায় ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডোজ সিনোফার্মার টিকা সংগ্রহ হয়েছে।

দেহঘড়ি পর্ব-৪৩

চীনের মেইনল্যান্ডে ২.৪ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদান

চীন, রাশিয়া ও ভারতের টিকা পাওয়ার চেষ্টা | প্রথম আলো

চীনের মূল ভূখন্ডে ২.৪ বিলিয়নের বেশি ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার প্রকাশিত তথ্যে জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত চীনের মেইনল্যান্ডে ২৪০ কোটিরও বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।

 

করোনা সংক্রমণ বাড়ায় জার্মানিতে ক্রিসমাস মার্কেট বন্ধ ঘোষণা

দেহঘড়ি পর্ব-৪৩

চলতি মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ায় ক্রিসমাস মার্কেটের কেনাবেচা বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মানির মিউনিখে। মিউনিখের সিটি মেয়র ডিয়েটার রাইটার পাবলিক মার্কেটটি বন্ধের ঘোষণা দিয়ে বলেন, কোভিড মহামারি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে এই অবস্থায় এই বাজারটি চালু রাখা নির্বুদ্ধিতার কাজ হবে বলেও জানান তিনি।