রোববারের আলাপন-শীতকালীন অলিম্পিক আয়োজনে প্রস্তুত বেইজিং
2021-11-19 21:07:21

আকাশ: প্রিয় শ্রোতা, বেইজিংয়ে ইতোমধ্যে শীতকাল চলে এসেছে। বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কের কথা কি আপনাদের মনে আছে? আগের কয়েকটি অনুষ্ঠানে আমি তার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পার্কটি ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে। তার মোট আয়তন ১১৪২ হেক্টর, যা অলিম্পিক ফরেস্ট পার্কের আয়তনের প্রায় দুই গুণ। 

এনাম ভাই, সময়ে পেলে আপনি পার্কটি ঘুরে দেখতে পারেন, কেমন? এটি আমাদের অফিস থেকে বেশি দূরে নয়। 

এনাম:....
আকাশ: ভাই, আমরা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে গল্প করবো, কেমন? 

বন্ধুরা, গত ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ‘বেইজিংয়ে সাক্ষাত’ নামে আইস হকির টেস্ট খেলা উ খ্য সং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। 

আইস হকির টেস্ট খেলার মাধ্যমে শীতকালীন অলিম্পিক গেমসের আগে স্টেডিয়ামটির মান যাচাই করা হয়। টেস্ট ম্যাচে চীনের চারটি দল অংশগ্রহণ করে। মোট ৮০ জনেরও বেশি ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা তাতে যোগ দেয়। পাশাপাশি, বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ৩৯ জন বিশেষজ্ঞ তাতে অংশ নেন। 

করোনা মহামারী প্রতিরোধকে টেস্টে খুব বেশি গুরুত্ব দেয়া হয়। উ খ্য সং স্পোর্টস সেন্টারের স্টেডিয়াম সেবা উপপরিচালক সি ওয়েই জানান, তারা মহামারী প্রতিরোধের জন্য নানা ধরনের প্রযুক্তি প্রয়োগ করেছেন। 
তিনি বলেন, “আমাদের বুদ্ধিমান ডাক কেবিনেট রয়েছে। যা এক্সপ্রেস সেবার মাধ্যমে মহামারী ছড়িয়ে পড়া রোধ করে। আমাদের রোবট এখাতে কাজ করছে। টেস্টের সব প্রক্রিয়ায় প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে ম্যাচের শক্তিশালী সুরক্ষা নিশ্চিত হয়।”
এবারের টেস্ট ম্যাচের জন্য নির্মিত কিছু অস্থায়ী স্থাপনা শীতকালীন অলিম্পিক গেমস পর্যন্ত ব্যবহৃত হবে। এ সম্পর্কে সি ওয়েই বলেন, “শীতকালীন অলিম্পিক গেমসের মানদণ্ড অনুসারে, সংবাদ হল-সহ একাধিক অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছি আমরা। মেডিকেল স্টেশন, শ্রোতা, ও সেচ্ছাসেবকদের বিশ্রামাগারসহ অনেক স্থাপনা অলিম্পিক গেমসেও ব্যবহৃত হবে। 

এ ছাড়া, অনেক প্রযুক্তিগত উদ্ভাবনী নতুন প্রকল্প এবারের টেস্ট ম্যাচে পরীক্ষা করা হয়েছে।